Sunday, August 24, 2025

আগামিকাল আইপিএলের প্রথম ম‍্যাচে নামছে গুজরাত-চেন্নাই, তার আগে দু’দলের শক্তি

Date:

আগামিকাল আহমেদাবাদে আইপিএলের প্রথম ম‍্যাচে নামছে গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। মোতেরায় কাল আইপিএলের উদ্বোধনী ম্যাচে এমন দু’জন টস করতে নামবেন, যাঁদের মধ্যে ঠিক দাদা-ভাইয়ের সম্পর্ক। রাঁচিতে একবার ধোনির জন্মদিনে দাদা ক্রুণালকে নিয়ে চার্টার্ড ফ্লাইটে হাজির হয়ে এমএসডিকে চমকে দিয়েছিলেন হার্দিক। ধোনির হেলিকপ্টার শটও রপ্ত করেছেন গুজরাত টাইটান্স অধিনায়ক। খুব অল্প ক’দিন ভারতীয় দলে দু’জনে একসঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন। তখন হেলিকপ্টার শট মেরে ধোনিকেই হার্দিক জিজ্ঞেস করতেন ঠিক হল কিনা। গুজরাত টাইটান্স একবার খেলে তাতেই চ্যাম্পিয়ন। গতবার চেন্নাই সুপার কিংস আইপিএল জিতেছে চারবার। যদি পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার কথা হয়, তাহলে হার্দিকরা এগিয়ে আছেন ২-০-তে।

গতবার আইপিএলের দুটি ম্যাচেই গুজরাত হারিয়েছিল সিএসকেকে। ২০২২-এর ১৭ এপ্রিল প্রথম ম্যাচে হার্দিকরা ১ বল বাকি থাকতে জেতেন ৩ উইকেটে। পরে ১৫ মে ৫ বল বাকি রেখে গুজরাত জেতে ৭ উইকেটে। গত আইপিএলে হার্দিকের দলের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন অধিনায়ক স্বয়ং। হার্দিকের ৪৮৭ রানের পাশে শুভমন গিল ৪৮৩ ও ডেভিড মিলার ৪৮১ রান করেছিলেন। বোলিংয়ে শামি ২০টি ও রশিদ খান ১৯টি উইকেট নিয়েছিলেন।

উল্টোদিকে সিএসকের সর্বোচ্চ রান ছিল ঋতুরাজ গায়কোয়াডের ৩৬৮। এ ছাড়া শিবম দুবের ২৮৯। তাদের বোলিংয়ে ১৬টি উইকেট নিয়েছিলেন অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। এবার দুটি দলই তাদের প্রধান খেলোয়াড়দের ধরে রেখেছে। তবু যদি নিলামে কারও পিছনে রাহা খরচের প্রশ্ন ওঠে, তাহলে সিএসকে টেক্কা দেবে গুজরাত টাইটান্সকে। তারা বেন স্টোকসকে কিনেছে ১৬.২৫ কোটিতে। আর গুজরাত টাইটান্স? তারা সবথেকে বেশি দামে কিনেছে কেন উইলিয়ামসকে। কিন্তু স্টোকসের পাশে তাঁর দাম ছিল ২ কোটি। অর্থাৎ বেস প্রাইসেই।

আরও পড়ুন:দিল্লি দলের নতুন দায়িত্ব পেয়ে কী বললেন অক্ষর?

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version