Monday, May 12, 2025

আহমেদাবাদের বিভিন্ন অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী পোস্টার লাগানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে।পোস্টারে মোদি হটাও, দেশ বাঁচাও লেখা ছিল। দেশ জুড়ে আম আদমি পার্টির (আপ) মোদি বিরোধী প্রচার শুরুর একদিন পরেই এই গ্রেফতারের ঘটনা ঘটল।
আহমেদাবাদের পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে এবং এর তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আপত্তিকর পোস্টারগুলি শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল।গুজরাটের আপ প্রধান ইসুদান বলেছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা আপের কর্মী।আপের তরফে দাবি করা হয়েছে, এই গ্রেফতারের ঘটনায় বোঝা যায় বিজেপি ভয় পেয়েছে।
প্রসঙ্গত, আপের ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টার প্রচার ভারতজুড়ে ১১টি ভাষায় শুরু হয়েছে। ইংরেজি, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, তেলেগু, পাঞ্জাবি, বাংলা, কন্নড়, মারাঠি ভাষায় পোস্টার ছাপানো হয়েছে।
গত বৃহস্পতিবারই মোদির বিরুদ্ধে দেশের নানা প্রান্তে পোস্টার কর্মসূচির ডাক দেয় আম আদমি পার্টি । আপের তরফে জানানো হয়, দেশের এগারোটি ভাষায় পোস্টার ছাপিয়ে বিভিন্ন রাজ্যে তা ছড়িয়ে দেওয়া হবে। শুক্রবারের ঘটনারও দায় স্বীকার করেছে আপ। গুজরাতের আপ সভাপতি ইসুদান গাদভি দাবি করেছেন, যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই আপের সক্রিয় কর্মী।
পুলিশের তরফে জানানো হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আলাদা করে তদন্তও চালাচ্ছে তারা।

 

Related articles

বিরাটের সিদ্ধান্তে বার্তা গম্ভীরের, হতবাক শাস্ত্রী

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাট ভক্তদের বিষন্নতার ভাব ফুটে উঠেছে। শুধু...

বিজেপি শাসিত রাজ্যে নৃশংশ ঘটনা, মায়ের প্রেমিকের হাতে খুন ১০ বছরের বালক

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এবার প্রেমিকের সহায়তায় ১০ বছরের বালককে হত্যা(Murder) করে কাটা দেহ স্যুটকেসে লুকিয়ে রাখলেন মা।...

ভারত-পাক সংঘর্ষের আবহে আজ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদির

পাকিস্তানের সঙ্গে আপাত সংঘর্ষ বিরতির আবহে রাত ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

খুলে দেওয়া হল সাময়িক বন্ধ ৩২ বিমান বন্দর, উড়ান স্বাভাবিক হতে সময় লাগবে

সংঘর্ষ বিরতির পরিস্থিতিতেও আশ্বস্ত হতে পারছিল না ভারত। পাকিস্তানের বিশ্বাসঘাতকতার জেরে শনিবারও ক্ষেপনাস্ত্রের আঘাত লেগেছে পশ্চিমের রাজ্যগুলিতে। তবে...
Exit mobile version