Sunday, November 9, 2025

প্রযুক্তিগত সমস্যার জের! ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল তিহার ব.ন্দি কেষ্টর

Date:

ফের জেল হেফাজতের (Jail Custody) মেয়াদ বাড়ল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ধৃত অনুব্রতর মামলার শুনানি ছিল। তবে এদিন আদালত সাফ জানিয়ে দেয়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে বীরভূমের জেলা সভাপতিকে। শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করার কথা ছিল বীরভূমের জেলা সভাপতিকে। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির (Technical Fault) কারণে তা সম্ভব হয়নি বলেই আদালত সূত্রে খবর।

উল্লেখ্য, গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) বর্তমান ঠিকানা দিল্লির তিহার জেল (Tihar Jail)। শুক্রবার প্রথমে অনুব্রতর দেহরক্ষী সায়গলকে আসানসোলের সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশের চেষ্টা হয়। কিন্তু তিহার জেলে প্রযুক্তিগত ত্রুটির কারণে এজলাসে সায়গল হোসেনের মুখ দেখা যায়নি বলে অভিযোগ। ঠিক একই সমস্যায় পড়তে হয় অনুব্রত মণ্ডলকেও। তবে এদিন আসানসোল আদালতে অনুব্রতর হয়ে হাজির ছিলেন না কোনও আইনজীবীই। তবে চলতি বছরের জুলাই মাসেই দিল্লি হাইকোর্টে জামিন মামলার শুনানি রয়েছে অনুব্রতর। আর যেহেতু দিল্লি হাইকোর্টে (Delhi High Court) আবেদন করেছেন বীরভূমের জেলা সভাপতি সেকারণে আসানসোল আদালত থেকে তাঁর জামিন পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর সেকারণেই এদিন নতুন করে কেষ্টর জন্য জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী।

তবে এদিনের শুনানিতে সায়গলের আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন। বাজেয়াপ্ত হওয়া সোনা ফেরতের আবেদন জানান তাঁরা। তবে বিচারক সাফ জানান, বিষয়টির তদন্ত চলছে। পুরো তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। আর যতদিন না পুরো তদন্ত শেষ হচ্ছে ততদিন সোনা ফেরত দেওয়া অসম্ভব।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version