Sunday, November 9, 2025

স্বেচ্ছাবসরের আবেদন প্রাথমিক দুর্নীতির তদন্তে সিট সদস্যের, কী বললেন বিচারপতি?

Date:

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করেছে আদালত। এই তদন্তকারী দলের অন্যতম সদস্য ধরমবীর সিং(Dharamvir Singh) সম্প্রতি স্বেচ্ছাবসরের আবেদন জানিয়েছেন সিবিআইয়ের(CBI) কাছে। শুক্রবার সেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Abhijit Ganguly) কাছে সিবিআইয়ের দাবি যেহেতু আদালত এই বিশেষ তদন্তকারী দল গঠন করে দিয়েছে, তাই আদালতের অনুমতি ছাড়া সিটের সদস্য ধরমবীর সিংয়ের স্বেচ্ছাবসরের আবেদনে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না।

প্রাথমিক নিয়োগে দুর্নীতি কাণ্ডে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। বেশ কিছু মামলা রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেও। এই মামলার তদন্তেই সিট গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। তবে সেই সিট থেকেই এক সদস্যের অবসরের আর্জিতে আদালতের দ্বারস্থ হল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি সিবিআইয়ের এই বিশেষ তদন্তকারী দলে কিছু বাংলাভাষী আধিকারিককেও রাখা যায় কি না, সেই বিষয়টি নিয়েও ভাবছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, এর আগে এই সিট নিয়ে কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। সিবিআই-এর গঠিত সিটে আগে সোমনাথ বিশ্বাস নামে আধিকারিক ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ওই সিবিআই অফিসারকে বিশেষ তদন্তকারী দল থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না ওই আধিকারিক। কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version