Sunday, August 24, 2025

রাজনীতি (Politics) থেকে অবসর নিতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)! সম্প্রতি এমনই জল্পনা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তবে কী সত্যিই রাজনীতিকে আলভিদা জানাতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী? আর এমন জল্পনা ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর গুঞ্জন। তবে তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে নিজেই মুখ খুলেছেন কেন্দ্রের এই হেভিওয়েট মন্ত্রী।

সম্প্রতি মহারাষ্ট্রের (Maharashtra) রত্নগিরিতে সাংবাদিকদের মুখোমুখি হন নীতীন গড়করি। তিনি সাফ জানিয়ে দেন, রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনও ইচ্ছা আমার নেই। পাশাপাশি সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি আরও বলেন, এ বিষয়ে দায়িত্বপূর্ণ সাংবাদিকতা করা উচিত সাংবাদিকদের। উল্লেখ্য, গত বছর বিজেপির সংসদীয় বোর্ডে বড়সড় রদবদল হয়। আর সেই কমিটি থেকে বাদ পড়েন নীতীন গড়করি।

তবে, বর্ষীয়ান এই রাজনীতিক বরাবরই স্পষ্ট কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। একাধিকবার দলের দেখানো পথে না হেঁটে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে দলের রোষের মুখে পড়েছেন। পাশাপাশি সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে (Manmohan Singh) প্রশংসায় ভরিয়ে দলের অন্দরে চরম সমালোচিত হন তিনি। গড়করি জানান, মনমোহনের হাতে যে অর্থনৈতিক সংস্কার ঘটেছে, তার জন্য ওঁর কাছে চিরকাল ঋণী থাকবে দেশ। উল্লেখ্য, মুম্বই-গোয়া হাইওয়ে নির্মানের কাজ বৃহস্পতিবারই আকাশপথে খতিয়ে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। গড়করি জানান, মুম্বই-গোয়া ৬৬ নম্বর জাতীয় সড়ক নির্মাণের কাজ এবছর ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। পরের বছর জানুয়ারিতেই ওই রাস্তা গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

 

 

 

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version