যাদবপুর বিশ্ববিদ্যালয় ও মার্লিন গ্রূপের উদ্যোগে ‘পাখি- ঘর’ কর্মসূচি

পরিবেশ দফতরের সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ও মার্লিন গ্রূপের শুক্রবার অনুষ্ঠিত হলো পাখি- ঘর’ কর্মসূচি। কলকাতার বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শহরগুলিতে পাখিদের গুরুত্বকে সংবেদনশীল করার জন্য আজকের এই উদ্যোগ।

বিভিন্ন গ্রেডের শিক্ষার্থীদের জন্য তিনটি স্তরের কর্মশালার আয়োজন করা হয়

১ )কলেজ/ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতা ,উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পোস্টার প্রতিযোগিতা , স্কুলের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা

২ )পাখির বাসা পশ্চিমবঙ্গের সমস্ত স্থাপত্য বিদ্যালয়ের স্থাপত্য শিক্ষার্থীদের জন্য কর্মশালা

৩) কলকাতার স্কুলে শিক্ষার্থীদের জন্য পাখি- ঘরের কর্মশালা।

স্কুলের শিক্ষার্থীরা প্রায় ৪০০০-৫০০০ টি বাসা তৈরি করে সেগুলিকে গাছে গাছে বেঁধে দেয়। যাতে পাখিরা তাদের নিজেদের পরিবেশ পুনরায় ফিরে পেতে পারে এই শহরের মধ্যে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ৯৪ ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ মজুমদার। তিনি ৯৪ নং ওয়ার্ডের একটি পার্কে একটি জীববৈচিত্র্য স্পট গড়ে তোলার জন্য স্থাপত্য বিভাগের সাথে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেছেন এবং স্থানীয়দের জন্য একটি প্রজাপতি ঘের সহ পাখিদের আকর্ষণ করার ব্যবস্থা করছেন । তিনি পাখি- ঘর কর্মসূচি পালনে আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন- অরিজিৎ-এর গানে জমকালো উদ্বোধন আইপিএল-এ, মঞ্চে ঝড় তুললেন রেশ্মিকা-তামান্না

Previous articleঅরিজিৎ-এর গানে জমকালো উদ্বোধন আইপিএল-এ, মঞ্চে ঝড় তুললেন রেশ্মিকা-তামান্না
Next articleপরিকল্পনা কতদূর সফল খোঁজ নিতেই সুকান্তকে ফোন শাহের: বি.স্ফোরক অভিষেক