Friday, August 22, 2025

সিপিএম শূন্য পাওয়া লোকেদেরও চাকরি দিয়েছে, মুখ্যমন্ত্রী চাইলেই লিস্ট দেবো: তাপস চট্টোপাধ্যায়

Date:

চোরের মায়ের বড় গলা, চালুনি ধরছে সূচের দোষ! সিপিএমের টেলিভিশন ও ফেসবুক নেতাদের এখন এভাবেই সম্বোধন করছে শাসক তৃণমূল। সিপিএমের কুৎসা, অপপ্রচার, মিথ্যাচারের জবাব দিতে কোমর বেঁধে মাঠে নেমেছেন তৃণমূল নেতারা। আমলে নিয়োগ দুর্নীতির তথ্যতালাসে তৎপর শাসকশিবির। ফাইল খুলে পর্দা ফাঁস করার নির্দেশ এসেছে খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। বাম জমানায় চাকরি চুরিতে সিপিএমের চিরকুট কেলেঙ্কারির তথ্য ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে।

আরও পড়ুন:SSKM ভর্তির প্রয়োজন নেই জানাতেই প্রেসিডেন্সি জেলে ঠাঁই কম্বলকাণ্ডের খলনায়ক জিতেন্দ্রর

প্রাক্তন বামনেতা রেজ্জাক মোল্লা থেকে শুরু করে সমীর পুততুন্ডু, উদয়ন গুহের পর এবার বোমা ফাটালেন তাপস চট্টোপাধ্যায়। তাপসবাবু বর্তমানে তৃণমূল বিধায়ক হলেও একসময়ে সিপিএমের প্রভাবশালী ও প্রথম সারির নেতা ছিলেন। সিপিএমের আমলে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে তাপস চট্টোপাধ্যায়ের চাঞ্চল্যকর দাবি, “বাম আমলে শূন্য পাওয়া লোকেদেরও চাকরি দেওয়া হয়েছে। সেই নথি রয়েছে।”


রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি বলেন, “বাম আমলে অনেক ভাল মার্কস পাওয়া লোককে বঞ্চিত করা হয়েছে। আবার অনেক শূন্য পাওয়া মানুষের চাকরি হয়েছে। যদি কখনও মুখ্যমন্ত্রী লিস্ট চান, তাহলে সেই লিস্ট আমি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব।” তিনি দাবি করেন, জেলা দলীয় কার্যালয়, স্থানীয় দলীয় কার্যালয়ে সিদ্ধান্ত নেওয়া হত, এই লোকটা চাকরি দেওয়া হোক। তারপর সেই সিদ্ধান্ত পৌঁছে দেওয়া হত। ম্যানেজিং কমিটির তরফেই সিদ্ধান্ত নেওয়া হত বলে তিনি দাবি করেন। যদিও সিপিএমের নেতা থাকাকালীন তিনি কাউকে চাকরির সুপারিশ করেননি বলেই জানিয়েছেন তাপস চট্টোপাধ্যায়।

 

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version