Tuesday, May 13, 2025

মেলেনি প্রাপ্য টাকা! ফের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব রাজ্যের শ্রমিকরা  

Date:

কেন্দ্রীয় সরকারের (Central Government) বঞ্চনায় (Deprivation) ন্যায্য টাকা পাচ্ছেন না বাংলার শ্রমিকরা (Workers)। এমনকি নয়া অর্থবর্ষে বাংলার জন্য বরাদ্দ ১০০ দিনের কাজের প্রকল্পে ১ পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। যে কারণে নিজেদের পারিশ্রমিকের টাকা না পেয়ে দিন কাটাতে হচ্ছে বাংলার খেটে খাওয়া শ্রমিকরা। কেন্দ্রের দেওয়া শর্ত মেনে রাজ্যে প্রায় ৯০ শতাংশ জব কার্ডের (Job Card) সঙ্গে আধার সংযোগের (Adhar Card) কাজ ইতিমধ্যে শেষ করেছে রাজ্য। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনায় বাংলার শ্রমিকরা তাঁদের ন্যায্য টাকা পাচ্ছেন না।

উল্লেখ্য, প্রায় বছর খানেক কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত জবকার্ডধারীদের কার্ডগুলি তাঁদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার কাজ শুরু হয়েছে। সারা দেশজুড়েই চলছে এই কাজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে গুজরাট (Gujrat), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও গোয়াতে (Goa) মোট জবকার্ডের ৫০ শতাংশও লিঙ্ক করতে পারেনি সেই রাজ্যের সরকার। গুজরাটে মোট জবকার্ডের ২৪ শতাংশ, উত্তরপ্রদেশে ৪৪.৮৭ শতাংশ এবং গোয়াতে ৩৫.৮৯ শতাংশ জবকার্ড আধার লিঙ্ক করা সম্ভব হয়েছে। অথচ সেখানকার শ্রমিকদের ১০০ দিনের কাজের পারিশ্রমিক নিয়মিত দেওয়া হয়েছে।

কিন্তু বাংলায় ৮৯.৭৮ শতাংশ জবকার্ড আধার লিঙ্ক করেও বাংলার শ্রমিকদের জন্য ১০০ দিনের বকেয়া টাকা বন্ধ করে রাখা হয়েছে। এমনকী চলতি আর্থিক বছরে বাংলার শ্রমিকদের জন্য বাজেট শূন্য করে দিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, বিভিন্ন সময় কেন্দ্রীয় আধিকারিকদের প্রতিনিধিরা বাংলার জেলায় জেলায় এসে ১০০ দিনের কাজের নমুনা পরীক্ষা করে গিয়েছেন। লিখিতভাবে তাঁরা কিছু না জানালেও অধিকাংশ কাজ দেখে তাঁরা সন্তুষ্ট হয়েছেন এবং সেই কথা মৌখিকভাবে রাজ্যের আধিকারিকদেরও জানিয়েছেন। এদিকে আধার লিঙ্কের কাজও শেষের দিকে। তাহলে কেন লিঙ্ক করা আধার কার্ডের শ্রমিকদের পারিশ্রমিকের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশাসনের আধিকারিকরাও। আর পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই গ্রামীণ এলাকায় ১০০ দিনের বকেয়া টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।

 

 

 

 

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version