Weather : ঘণ্টাখানেকে ভাসবে কলকাতা, ঝড়ের পূর্বাভাস হাওয়া অফিসের !

মাসের শেষ দিনে সকাল থেকেই কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশের মুখভার। তখনই আন্দাজ করেছিলেন বঙ্গবাসী , আশ*ঙ্কার পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ঘণ্টাখানেকের মধ্যেই কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টি শুরু হবে বলে জানাচ্ছেন কর্তারা।

দক্ষিণবঙ্গের ১৫ টি জেলাতে আগেই কমলা সর্তকতা দেওয়া হয়েছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্পে ভরা বাতাস ঢুকছে। যার জেরে উত্তরবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা পর্যন্ত ঝাড়গ্রামের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

Previous articleমোহরের সঙ্গে হানিমুন সেরে ফিরতেই সমাজমাধ্যমে ‘মৃ*ত্যুর’ প্রসঙ্গ টানলেন দুর্নিবারের প্রথম স্ত্রী!
Next articleরাজনীতিকে ‘আলভিদা’ নীতীন গড়করির! শুরু জোর জল্পনা