Friday, November 14, 2025

হাওড়া কাণ্ডের তদন্তে সিআইডি, সকাল থেকে থমথমে এলাকা, চলছে মাইকিং

Date:

রামনবমী(ramnavami) মিছিলকে কেন্দ্র করে হাওড়ায় ব্যাপক অশান্তির ঘটনায় এবার তদন্ত নামছে রাজ্য পুলিশের সিআইডি(CID)। সেদিন কি ঘটেছিল এবং কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো, সেদিন বন্দুক নিয়ে মিছিলে কেউ কীভাবে অংশ নিল, কারা তারা, কারা অশান্তির মূলে, অশান্তি আটকাতে পুলিশই বা কী ভূমিকা নেয়, কী ব্যবস্থা ছিল পুলিশের(Police) তরফে, তা খতিয়ে দেখবে সিআইডি। সিআইডির উচ্চপদস্থ কর্তারাও ঘটনাস্থলে যাবেন খতিয়ে দেখতে।

এদিকে বৃহস্পতিবার এর ঘটনার পর আজ শনিবারও থমথমে অবস্থা হাওড়ার শিবপুর এলাকায়। হাওড়া এবং শিবপুর থানা এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে ১৪৪ ধারা। এলাকাবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়ে মাইকিং শুরু করেছে প্রশাসন। কোনরকম জমায়েত তৈরি হলে তা হটিয়ে দেওয়া হচ্ছে। হাওড়া শহরের বেশ কয়েকটি পিনকোডে ইন্টারনেট ব্যবহারের উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। হাওড়ার জেলাশাসকের দফতর থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। উস্কানিমূলক বার্তা এবং ভিডিওর ক্ষেত্রে টেলিকম, ইন্টারনেট এবং কেবল পরিষেবা প্রদানকারীদের নোটিস জারি করেছেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। সব মিলিয়ে এলাকার পরিস্থিতি শান্ত থাকতে একদিকে যেমন কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রশাসন। অন্যদিকে এই অশান্তির কালপ্রিটদের খুঁজে বের করতে কোমর করছে রাজ্য পুলিশের সিআইডি।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ফের অশান্ত হয়েছিল শিবপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, জায়গায় জায়গায় মানব-ঢাল তৈরি করে পুলিশ। মোতায়েন করা হয় বিশাল বাহিনী। বিভিন্ন জায়গায় জমায়েত হঠিয়ে দেয় পুলিশ। দীর্ঘক্ষণ বন্ধ থাকে জিটি রোডের দুধারে দোকান-পাট। শিবপুরের কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো এলাকায়, বন্ধ হয়ে যায় যান চলাচল।হাওড়া সিটি পুলিশের সিপি-র নেতৃত্বে গলিতে গলিতে অভিযান চালায় পুলিশ। দফায় দফায় লাঠি উঁচিয়ে তেড়ে যায় তারা। শেষ অবধি পৌনে পাঁচটা নাগাদ শুরু হয় যান চলাচল।

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version