Thursday, November 13, 2025

হাওড়া কাণ্ডের তদন্তে সিআইডি, সকাল থেকে থমথমে এলাকা, চলছে মাইকিং

Date:

রামনবমী(ramnavami) মিছিলকে কেন্দ্র করে হাওড়ায় ব্যাপক অশান্তির ঘটনায় এবার তদন্ত নামছে রাজ্য পুলিশের সিআইডি(CID)। সেদিন কি ঘটেছিল এবং কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো, সেদিন বন্দুক নিয়ে মিছিলে কেউ কীভাবে অংশ নিল, কারা তারা, কারা অশান্তির মূলে, অশান্তি আটকাতে পুলিশই বা কী ভূমিকা নেয়, কী ব্যবস্থা ছিল পুলিশের(Police) তরফে, তা খতিয়ে দেখবে সিআইডি। সিআইডির উচ্চপদস্থ কর্তারাও ঘটনাস্থলে যাবেন খতিয়ে দেখতে।

এদিকে বৃহস্পতিবার এর ঘটনার পর আজ শনিবারও থমথমে অবস্থা হাওড়ার শিবপুর এলাকায়। হাওড়া এবং শিবপুর থানা এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে ১৪৪ ধারা। এলাকাবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়ে মাইকিং শুরু করেছে প্রশাসন। কোনরকম জমায়েত তৈরি হলে তা হটিয়ে দেওয়া হচ্ছে। হাওড়া শহরের বেশ কয়েকটি পিনকোডে ইন্টারনেট ব্যবহারের উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। হাওড়ার জেলাশাসকের দফতর থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। উস্কানিমূলক বার্তা এবং ভিডিওর ক্ষেত্রে টেলিকম, ইন্টারনেট এবং কেবল পরিষেবা প্রদানকারীদের নোটিস জারি করেছেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। সব মিলিয়ে এলাকার পরিস্থিতি শান্ত থাকতে একদিকে যেমন কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রশাসন। অন্যদিকে এই অশান্তির কালপ্রিটদের খুঁজে বের করতে কোমর করছে রাজ্য পুলিশের সিআইডি।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ফের অশান্ত হয়েছিল শিবপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, জায়গায় জায়গায় মানব-ঢাল তৈরি করে পুলিশ। মোতায়েন করা হয় বিশাল বাহিনী। বিভিন্ন জায়গায় জমায়েত হঠিয়ে দেয় পুলিশ। দীর্ঘক্ষণ বন্ধ থাকে জিটি রোডের দুধারে দোকান-পাট। শিবপুরের কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো এলাকায়, বন্ধ হয়ে যায় যান চলাচল।হাওড়া সিটি পুলিশের সিপি-র নেতৃত্বে গলিতে গলিতে অভিযান চালায় পুলিশ। দফায় দফায় লাঠি উঁচিয়ে তেড়ে যায় তারা। শেষ অবধি পৌনে পাঁচটা নাগাদ শুরু হয় যান চলাচল।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version