Thursday, November 6, 2025

বীরভূম (Birbhum) বিস্ফোরণে জড়িত ২ অভিযুক্তকে (Accused) গ্রেফতার করল এনআইএ (National Investigation Agency)। সম্প্রতি বীরভূমের মহম্মদবাজার থেকে উদ্ধার হয় ৮১ হাজার জিলোটিন স্টিক ও অ্যামোনিয়াম নাইট্রেট। আর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে এত বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ায় সরগরম হয়ে ওঠে রাজ্য। সেই ঘটনায় এবার দুই অভিযুক্তকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিং এজেন্সি।

ধৃতদের মধ্যে মীর মহম্মদ নুরুজ্জামান পেশায় সফটঅ্যার ইঞ্জিনিয়ার। বিকাশ ভবনে কর্মরত সে। শনিবার সকালে নুরুজ্জামানকে বিকাশ ভবন থেকেই গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা। অপর অভিযুক্ত মিরাজুদ্দিনকে রানিগঞ্জ থেকে পাকড়াও করা হয় বলে খবর। এনআইএ সূত্রে খবর, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এর আগে মহম্মদবাজার থেকে রিন্টু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আর রিন্টুকে জেরা করেই উঠে আসে নুরুজ্জামান এবং মিরাজুদ্দিনের নাম। ইতিমধ্যে রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ। আর সেকারণেই, গ্রেফতারি এড়াতে বিকাশ ভাবনে সফটওয়ার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মহম্মদ নুরুজ্জামান।

সূত্রের খবর, প্রভাবশালীদের সাহায্য নিয়েই দিনের পর দিন প্রচুর পরিমানে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই ২ অভিযুক্ত। সূত্রের খবর, ৮১ হাজার জিলেটিন স্টিক আর ২৭ হাজার কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট সাপ্লাই করেছিল এরা। তবে এত পরিমানে বিস্ফোরক উদ্ধারের পরও কেন তাদের এতদিন গ্রেফতার করা হয়নি তার উত্তর খুঁজছে এনআইএ আধিকারিকরা।

 

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version