Monday, August 25, 2025

বীরভূম (Birbhum) বিস্ফোরণে জড়িত ২ অভিযুক্তকে (Accused) গ্রেফতার করল এনআইএ (National Investigation Agency)। সম্প্রতি বীরভূমের মহম্মদবাজার থেকে উদ্ধার হয় ৮১ হাজার জিলোটিন স্টিক ও অ্যামোনিয়াম নাইট্রেট। আর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে এত বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ায় সরগরম হয়ে ওঠে রাজ্য। সেই ঘটনায় এবার দুই অভিযুক্তকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিং এজেন্সি।

ধৃতদের মধ্যে মীর মহম্মদ নুরুজ্জামান পেশায় সফটঅ্যার ইঞ্জিনিয়ার। বিকাশ ভবনে কর্মরত সে। শনিবার সকালে নুরুজ্জামানকে বিকাশ ভবন থেকেই গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা। অপর অভিযুক্ত মিরাজুদ্দিনকে রানিগঞ্জ থেকে পাকড়াও করা হয় বলে খবর। এনআইএ সূত্রে খবর, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এর আগে মহম্মদবাজার থেকে রিন্টু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আর রিন্টুকে জেরা করেই উঠে আসে নুরুজ্জামান এবং মিরাজুদ্দিনের নাম। ইতিমধ্যে রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ। আর সেকারণেই, গ্রেফতারি এড়াতে বিকাশ ভাবনে সফটওয়ার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মহম্মদ নুরুজ্জামান।

সূত্রের খবর, প্রভাবশালীদের সাহায্য নিয়েই দিনের পর দিন প্রচুর পরিমানে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই ২ অভিযুক্ত। সূত্রের খবর, ৮১ হাজার জিলেটিন স্টিক আর ২৭ হাজার কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট সাপ্লাই করেছিল এরা। তবে এত পরিমানে বিস্ফোরক উদ্ধারের পরও কেন তাদের এতদিন গ্রেফতার করা হয়নি তার উত্তর খুঁজছে এনআইএ আধিকারিকরা।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version