Sunday, May 4, 2025

গত কয়েকদিনের বৃষ্টির পর রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে চলেছে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না উত্তরের জেলাগুলি। হালকা থেকে ভারী বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়ার উন্নতি হবে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ারও উন্নতি হবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে চলতি এপ্রিলেই দেশের পূর্ব ও পশ্চিম ও উত্তরে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। জুন মাস পর্যন্ত এই অবস্থাই চলবে। আইএমডি বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডির তরফে এক বিবৃতিতে জানান হয়েছে, এবার বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, পঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতে টানা তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ২০২৩ সালের গ্রীষ্মে দেশের বেশির ভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা চলবে।

আরও পড়ুন- রামনবমীকে কেন্দ্র করে উ.ত্তপ্ত বিহারও! নিরাপত্তার কারণে ‘শাহি সফর’ বাতিল বিজেপির

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version