Wednesday, November 5, 2025

কাশ্মীরের পর ‘কংগ্রেস ফাইলস’! ইউপিএ জমানার দুর্নীতি ফাঁস করতে নয়া কৌশল বিজেপির

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে গৌতম আদানির (Goutam Adani) সম্পর্ক নিয়ে যখন ক্রমাগত কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস (Congress), ঠিক সেইসময় দুর্নীতির অভিযোগে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করল বিজেপি (BJP)। রবিবার নরেন্দ্র মোদির দল ১৮৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে কংগ্রেস জমানার দুর্নীতি প্রকাশ্যে নিয়ে এসেছে। ভিডিওটির শুরুতে বলা হয়েছে আজ ‘কংগ্রেস ফাইলস’-এর (Congress Files) প্রথম পর্বে দেখানো হয়েছে কীভাবে একের পর এক দুর্নীতি ও কেলেঙ্কারি হয়েছে দেশে।

উল্লেখ্য, গত বছর ‘কাশ্মীর ফাইলস’ (Kashmir Files) সিনেমাটি রিলিজের পর প্রধানমন্ত্রী মোদি বিজেপির নেতা-কর্মীদের সেটি দেখার পরামর্শ দিয়েছিলেন। সিনেমার বিষয় ছিল কংগ্রেসের জমানায় কাশ্মীরি পণ্ডিত সমাজের উপর জঙ্গিদের নিপীড়ন এবং তা আটকাতে প্রশাসনের ব্যর্থতা। বিজেপির অভিযোগ, কংগ্রেস তাদের ৭০ বছরের শাসনে জনগণের প্রায় ৫০ হাজার কোটি টাকা লুট করেছে। যার আসল অঙ্ক ৪৮,২০,৬৯,০০০০০০০ টাকা ৷ বিজেপির তরফে জানানো হয়েছে, কংগ্রেস আমলের দুর্নীতি নিয়ে ধারাবাহিক ভাবে ভিডিয়ো প্রকাশ করবে তারা।

ইউপিএ (UPA) আমলে কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলেছিল। বিজেপির তরফে প্রকাশিত ভিডিয়োতেও এগুলির উল্লেখ আছে। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে দাবি করা হয়েছে, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশে ৪৮,২০,৬৯,০০,০০,০০০ টাকার দুর্নীতি হয়েছে। এদিকে ভিডিওর শেষেই বলা হয়েছে, এটা কংগ্রেসের বিশাল দুর্নীতির ‘ট্রেলার’। পুরো সিনেমা এখনও বাকি রয়েছে। আগামী দিনে এই ভিডিওর বেশ কয়েকটি এপিসোড মুক্তি পাবে বলেই মনে করা হচ্ছে। তবে কংগ্রেসের তরফে এই ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ভিডিওটিতে রাহুল (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) ছবি ব্যবহার করেছে বিজেপি।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version