Sunday, August 24, 2025

“দেখলে মনে হবে বৈষ্ণব, আসলে ভণ্ড”, দুর্নীতির ঝুলি খুলে সুজনকে খোঁচা শোভনদেবের

Date:

নব্বইয়ের দশকে যখন বামেরা বঙ্গ রাজনীতিতে মধ্য গগণের সূর্য, ঠিক সেই সময় সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে বিধানসভা ভোটে গোহার হারিয়ে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ফলে সুজনকে হাড়ে হাড়ে চেনেন শোভনদেববাবু। শুধু শোভনদেব চট্টোপাধ্যায় নয়, বারুইপুর, সোনারপুর, যাদবপুরের মানুষ সুজনের নানা ধরণের কীর্তিকলাপের সঙ্গে পরিচিতি।

সম্প্রতি সুজন চক্রবর্তীর ও তাঁর পরিবারের লোকেদের চিরকুটে চাকরি কেলেঙ্কারি ক্রমশ ফাঁস হচ্ছে। আর সিপিএম জমানায় নিয়োগ দুর্নীতি, স্বজন পোষণের যে ব্যাপকতা ছিল তার নগ্ন ছবি প্রকাশ পাচ্ছে। বাম আমলে যোগ্যদের বঞ্চিত করে শুধু সুজনবাবুর পরিবারের প্রায় ১৪জনের চিরকুটে চাকরি হয়েছে বলে অভিযোগ। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশানায় সুজন চক্রবর্তী। তাঁকে “ভণ্ড” বলে খোঁচাও দিলেন শোভনদেব। সুজনকে নিশানা করে শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশানায় বলেন, “এখন দেখলে মনে হয় পাক্কা বৈষ্ণব, কোনওদিন একটা পিঁপড়েও মারেনি। এই ভণ্ডদের থেকে সাবধান থাকবেন।”

পাশাপাশি শোভনদেব বলেন, বাম আমলে একাধিক ক্ষেত্রে কারিগরি শিক্ষা দফতরে অবৈধভাবে পলিটেকনিক কলেজে অধ্যাপক নিয়োগ করা হয়েছে। নম্বর কম থাকলেও মিলেছে চাকরি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রজত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ নিয়েও এদিন আরও একবার সরব হন তিনি। তাঁর কথায়, “বেআইনি কাজগুলো বাম আমলে কম হয়নি। নিজেদের লোকেদের চাকরি দিয়েছে। ওদের মুখপত্রে যতজন কাজ করত, প্রত্যেকের স্ত্রী বা ছেলে সরকারি চাকরি, স্কুলে চাকরি পেয়েছে। আমার বিধানসভার সব বক্তব্যগুলো বের করছি আমি। ২০০১ থেকে ২০০৮ সালের মধ্যে ডিপার্টমেন্ট অব টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে অধ্যাপক পদে প্রায় ২০০ লোক নেয়। এ গ্রেড অফিসারের সমতুল এই পদ। অথচ যারা পেল তাদের ৬০ শতাংশ নম্বর নেই। পরে এদের লেকচারার পদে নিয়মিত করা হল। সবটাই পিছন দরজা দিয়ে লোক ঢোকানোর জন্য। পরবর্তীকালে কমিটি তৈরি করে এদের স্থায়ীও করে দেয়। সেই ফাইলের পুরো কপি আছে আমার কাছে।”

কিন্তু এতদিন পর কেন সিপিএম তথা বামেদের বিরুদ্ধে নামানো হচ্ছে অভিযোগের ঝুলি? শোভনদেব চট্টোপাধ্যায়ের যুক্তি, “আমরা বদলা নয়, বদল চাই স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলাম। তাই কিছু বলিনি। বললে তো আরও অনেক কিছু বেরিয়ে আসবে।”

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version