Tuesday, December 16, 2025

ট্রেনে (Rail Journey)চড়তে ভালবাসেন না এমন মানুষ খুব একটা পাওয়া যায় না। মানে যতই প্লেনের প্রতি আকর্ষণ থাক রেলযাত্রার (Train Journey) টান অস্বীকার করা খুব একটা সহজ কাজ নয়। উন্নত যোগাযোগ ব্যবস্থার কথা মনে হলেই ট্রেনের প্রসঙ্গ উঠে আসে। আপনি যতই প্লেনে চড়ে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যেতে চান না কেন, রেলগাড়ি চড়ে ১৬ নদী ৮৬ শহর পেরোনোর আনন্দ কখনই উপেক্ষা করতে পারবেন না। তবে এরজন্য সময় লাগবে ৭ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট। বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা করতে চান?

বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্রেন যোগাযোগ ব্যবস্থার উত্তরোত্তর উন্নতি হচ্ছে। বিশ্বায়নের যুগে ট্রেনের আধুনিকীকরণের দিকে লক্ষ্য দিচ্ছেন রেল ইঞ্জিনিয়াররাও। বিশেষ করে বেড়াতে যাওয়ার জন্য প্লেন, গাড়ি, বাস থাকলেও ট্রেনের জনপ্রিয়তার ধারে কাছে তারা নেই। এক রাত বা দু’রাতের জন্য ট্রেন যাত্রা অনেকেই করেন কিন্তু তাই বলে টানা এক সপ্তাহ ধরে রেলযাত্রা ? শুনতে গল্পের মতো লাগলেও বাস্তবে এটা সম্ভব। এর জন্য অবশ্য আপনাকে রাশিয়া যেতে হবে। কারণ রাশিয়ার মস্কো (Moscow) শহর থেকে উত্তর কোরিয়ার (North Korea) পিয়ংইয়ং শহরের (Pyongyang City)মধ্যে ট্রেন চলাচল করতে ঠিক এতটাই সময় লাগে।

বিশ্বের দীর্ঘতম ট্রেনযাত্রা করার ইচ্ছে থাকলে মস্কো থেকে পিয়ংইয়ং রুটেই যেতে হবে আপনাকে। ট্রান্স-সাইবেরিয়ান ট্রেনটি (Siberian train) রাশিয়ার মস্কো থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং পর্যন্ত প্রায় ১০ হাজার ২১৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যাত্রাপথে ১৬টি বড় নদী আর ৮৬টি শহরের উপর দিয়ে যায় এই ট্রেন। পুরো সপ্তাহের এই ট্রেন যাত্রায় প্রাকৃতিক শোভা থেকে চোখ ফেরাতে পারবেন না আপনি।এই ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে ১৯১৬ সালে শুরু হয়েছিল।এই রেল সফরে যাত্রীরা মস্কো থেকে রাশিয়ার ভ্লাদিভোস্টক পর্যন্ত যেতে পারেন। এই রুটটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেল রুট। এখানে একটা মজার বিষয় হল যাত্রীরা একবার পিয়ংইয়ং থেকে ট্রেনের গাড়িতে উঠলে কোথাও তাদের কোচ বদল করতে হয় না। এই ট্রেনটি উত্তর কোরিয়া থেকে মাসে দুবার রাশিয়া যায়।একইভাবে এক মাসে চারটি ট্রেন চলাচল করে।

 

Related articles

মঙ্গলের ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ, মৃত অন্তত ৪

মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। সকালের আলো ভালো করে ফোটার আগেই রাত ভোর ৪টে নাগাদ...

থ্রিলারের মুখোশে সমাজের অস্বস্তিকর আয়না দেখাল আতিউল ইসলামের ‘দানব’

বদলে গেছে বাংলা ছবির খোলনলচে। চিরাচরিত রোম্যান্টিক ফ্রেমের বাইরে দাঁড়িয়ে কঠিন সত্যিকে সাহসী পদক্ষেপে সকলের সামনে তুলে ধরার...

রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর...

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...
Exit mobile version