Saturday, November 8, 2025

প্রকাশ্যে ‘দেবী’, বিপাশা-করণের মেয়েকে শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়!

Date:

পাঞ্জাবি বাবা নাকি বাঙালি মা, ঠিক কার মত দেখতে হয়েছে বিপাশা-করণের (Bipasa Basu and Karan Singh Grover ) মেয়েকে? সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রথমবার প্রকাশ্যে এলো মিষ্টি ‘দেবী’ (Devi)। গত নভেম্বরেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন বঙ্গ তনয়া বিপাশা বসু (Bipasa Basu)। মেয়ের নানা ঝলক প্রকাশ্যে আনলেও মা-বাবা কেউই তার ছবি শেয়ার করেননি সমাজ মাধ্যমে (Social Media)। অনুরাগীদের মধ্যে আগ্রহ বাড়ছিল, অবশেষে প্রকাশ্যে এল করণ বিপাশার মেয়ের মুখ।

গোলাপি জামা পরে মাথায় ব্যান্ড বেঁধে নেটপাড়ার ধরা দিয়েছে একরত্তি। দেবীর মিষ্টি মন ভোলানো হাসি দেখে মজেছে নেটপাড়া। বিপাশার বলিউডের বন্ধুরাও ততোধিক উচ্ছ্বসিত। দেবীর ২টো ছবি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মেয়ের বয়ানের ধরণেই মা -অভিনেত্রী বিপাশা লিখলেন, “হ্যালো পৃথিবী, আমি দেবী। দেবী বসু সিং গ্রুভার।” যা দেখে মিষ্টি আদুরে কমেন্টে ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। এরপরেই আদুরে কমেন্টে ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। দিয়া মির্জা লেখেন, ‘ঈশ্বর তোমার মঙ্গল করুন দেবী। কবে তোমাকে কোলে নেব, তর আর সইছে না।’কাজল আগরওয়াল বিপাশার কন্যা সন্তানকে ‘মিষ্টি খুদে’ বলে ডেকেছেন। ভালবাসা জানিয়েছেন মালাইকা আরোরা (Malaika Arora) এবং অভিষেক বচ্চনরাও।

শিশুকন্যাকে মায়ের মতো দেখতে নাকি বাবার মত এই নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে বি টাউনে। এর আগে বঙ্গ তনয়া বিপাশা বসু গর্ভাবস্থায় তাঁর খোলামেলা শুট নিয়ে ট্রোলিং – এর শিকার হয়েছিলেন। করণের তৃতীয় বউ হওয়ার জন্য একাধিকবার কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। যদিও যুগলে আপাতত ভালই আছেন। মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন বিপাশা করণ।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version