পাঞ্জাবি বাবা নাকি বাঙালি মা, ঠিক কার মত দেখতে হয়েছে বিপাশা-করণের (Bipasa Basu and Karan Singh Grover ) মেয়েকে? সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রথমবার প্রকাশ্যে এলো মিষ্টি ‘দেবী’ (Devi)। গত নভেম্বরেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন বঙ্গ তনয়া বিপাশা বসু (Bipasa Basu)। মেয়ের নানা ঝলক প্রকাশ্যে আনলেও মা-বাবা কেউই তার ছবি শেয়ার করেননি সমাজ মাধ্যমে (Social Media)। অনুরাগীদের মধ্যে আগ্রহ বাড়ছিল, অবশেষে প্রকাশ্যে এল করণ বিপাশার মেয়ের মুখ।
গোলাপি জামা পরে মাথায় ব্যান্ড বেঁধে নেটপাড়ার ধরা দিয়েছে একরত্তি। দেবীর মিষ্টি মন ভোলানো হাসি দেখে মজেছে নেটপাড়া। বিপাশার বলিউডের বন্ধুরাও ততোধিক উচ্ছ্বসিত। দেবীর ২টো ছবি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মেয়ের বয়ানের ধরণেই মা -অভিনেত্রী বিপাশা লিখলেন, “হ্যালো পৃথিবী, আমি দেবী। দেবী বসু সিং গ্রুভার।” যা দেখে মিষ্টি আদুরে কমেন্টে ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। এরপরেই আদুরে কমেন্টে ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। দিয়া মির্জা লেখেন, ‘ঈশ্বর তোমার মঙ্গল করুন দেবী। কবে তোমাকে কোলে নেব, তর আর সইছে না।’কাজল আগরওয়াল বিপাশার কন্যা সন্তানকে ‘মিষ্টি খুদে’ বলে ডেকেছেন। ভালবাসা জানিয়েছেন মালাইকা আরোরা (Malaika Arora) এবং অভিষেক বচ্চনরাও।
শিশুকন্যাকে মায়ের মতো দেখতে নাকি বাবার মত এই নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে বি টাউনে। এর আগে বঙ্গ তনয়া বিপাশা বসু গর্ভাবস্থায় তাঁর খোলামেলা শুট নিয়ে ট্রোলিং – এর শিকার হয়েছিলেন। করণের তৃতীয় বউ হওয়ার জন্য একাধিকবার কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। যদিও যুগলে আপাতত ভালই আছেন। মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন বিপাশা করণ।