Sunday, August 24, 2025

চিনকে হারিয়ে রাষ্ট্রসঙ্ঘের গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা ভারতের, টুইট জয়শঙ্করের

Date:

চিনকে(China) হারিয়ে রাষ্ট্রসঙ্ঘে(United nation) গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেল ভারত। রাষ্ট্রসঙ্ঘের সদস্য দেশগুলির বিপুল ভোট পেয়ে শীর্ষ স্ট্যাটিসটিক্যাল কমিটিতে(statistical committee) নির্বাচিত হলো ভারত। চার বছরের জন্য রাষ্ট্রসঙ্ঘের এই কমিটিতে থাকবে দেশ। এই তথ্য প্রকাশ্যে আসার পর টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)।

এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে মোট দুসি দেশ থেকে দেশকে স্ট্যাটিসটিক্যাল কমিটিতে জায়গা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রসংঘ। সেই মতো এদিন শুরু হয়নি নির্বাচন। যেখানে ৫৩ টি ভোটের মধ্যে 46 টি ভোট যায় ভারতের ঝুলিতে। এবং প্রথম দেশ হিসেবে নির্বাচিত হয় ভারত। দ্বিতীয় স্থান দখলের জন্য নির্বাচনী লড়াইকে রয়েছে চিন ও দক্ষিণ কোরিয়া। এদের মধ্যে কার কপালে শিকে ছেড়ে সেটাই এখন দেখার। ভারত ছাড়াও এই কমিটিতে রয়েছে আর্জেন্টিনা, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ইউক্রেন, তানজানিয়া ও আমেরিকা। উল্লেখ্য, স্ট্যাটিস্টিকাল কমিটির কাজ হল সদস্য দেশগুলি থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। সেই তথ্যের ভিত্তিতে নানা পরিসংখ্যান প্রকাশ করে রাষ্ট্রসংঘ। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রসংঘ কি কি পদক্ষেপ গ্রহণ করবে তাপ নির্ভর করে এই তথ্যের উপর। সেখানে ভারতের জায়গা পাওয়া নিশ্চিতভাবেই অত্যন্ত বড় একটি বিষয়।

এদিকে রাষ্ট্রসঙ্ঘের নির্বাচনে ভারতের জয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই টুইট করে শুভেচ্ছা জানান বিদেশমন্ত্রী। জয়শংকর বলেন, “রাষ্ট্রসংঘের সর্বোচ্চ স্ট্যাটিসটিক্যাল কমিটিতে নির্বাচিত হয়েছে ভারত। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চার বছরের জন্য ভারত এই কমিটিতে কাজ করবে। রাষ্ট্রসংঘে কর্মরত ভারতের টিমকে অভিনন্দন জানাই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই নির্বাচনে জয় পেয়েছে ভারত।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version