Monday, May 5, 2025

PBKS 197/4 (20)
RR 192/7 (20)
Punjab Kings won by 5 runs

১৯৮ রানের বিরাট টার্গেট। যদিও আইপিএলে কোনো রানই অসম্ভব নয় তা একাধিকবার প্রমান দিয়েছে একাধিক দল। তবুও কিছুটা স্বস্তিতে ছিল ধাওয়ানরা। প্রথমে দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে ম্যাচ জিতবে পঞ্জাব কিংস। কিন্তু শেষ ৩ ওভারে খেলার ছবি বদলে দেন হেটমায়ার-ধ্রুব-র জুটি। অবশ্য শেষ পর্যন্ত রাজস্থানকে জেতাতে পারলেন না দুই ব্যাটার। টানটান ম্যাচে শেষ অবধি গিয়েও হার দিয়েই সন্তুষ্ট থাকতে হল রাজস্থান রয়্যালসকে। ৫ রানে ম্যাচ জিতল প্রীতি জিন্টার দল।

এদিনের ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রয়্যালস ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। পঞ্জাবের হয়ে দুরন্ত ওপেনিং করেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান ও প্রভসিমরন সিং। প্রভসিমরন সিং ও শিখর ধাওয়ানের জুটিতে লুটিয়ে পড়তে থাকে রাজস্থান। ওপেনিং জুটি করে ৯০ রান। ৬০ রান করে আউট হন প্রভসিমরন সিং। এরপর শুরু করেন ধাওয়ান। ৫৬ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন পঞ্জাব অধিনায়ক। এরপর জিতেশ শর্মা ২৭ রান করেন। ২০ ওভারের শেষে পঞ্জাবের রানসংখ্যা গিয়ে দাঁড়ায় ১৯৭ তে। দুটি উইকেট নেন জেসন হোল্ডার। একটি করে উইকেট পান চাহাল ও অশ্বিন।

১৯৮ রান তাড়া করতে নেমে এদিন শুরুতেই ব্যাট করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। তবে এদিন ব্যাট হাতে কোনও সুবিধাই করতে পারেনি অশ্বিন। শূন্য রানে আউট হন তিনি। তবে যশস্বী জয়সওয়াল শুরু করলেও মাত্র ১১ রান করে মাঠ ছাড়েন তিনি। এদিন ব্যাট হাতে ব্যর্থ হন বাটলারও। মাত্র ১৯ রান করেন তিনি। এরপর দলকে টেনে নিয়ে যান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্য়ামসন। তবে তিনি ৪২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে শেষের দিকে ম্যাচের রং পাল্টে দিয়েছিলেন হেটমায়ার-ধ্রুব জুটি। ১৮ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে রানআউট হন হেটমায়ার। অন্যদিকে ধ্রুব অপরাজিত থাকেন ৩২ রানে। শেষ লড়াই করেও এদিন পঞ্জাবের কাছে মাত্র ৫ রানে হারল রাজস্থান রয়্যালস। বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হল পঞ্জাবের নাথান এলিস। আর্শদীপ সিং নেন দুটি উইকেট। এই নিয়ে টানা দুই ম্যাচে জয় পেল পঞ্জাব কিংস।

আরও পড়ুন- জেলায় জেলায় হাসপাতাল ও স্কুল গড়ার পণ: অনুষ্ঠান মঞ্চে জানালেন অরিজিৎ

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...
Exit mobile version