Sunday, November 9, 2025

মানুষের দুয়ারে এবার পৌঁছনোর সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। দুয়ারে সরকারের দেখানো পথেই এবার দুয়ারে পুরসভা (Duare Purasabha)। হ্যাঁ, বুধবার মেয়র পারিষদ বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বাড়ির মিউটেশন (Mutation) থেকে শুরু করে কোনও শিশুর জন্মের শংসাপত্র, কিংবা নাম পরিবর্তন সহ একাধিক কাজ এবার বাড়িতে বসেই করা যাবে। আগে এই সমস্ত কাজ সারতে গেলে কলকাতার মানুষকে বেশ একাধিক সমস্যার সম্মুখীন হতে হত। কিন্তু এবার সেই ঝঞ্ঝাট থেকে পাকাপাকিভাবে মুক্তি পেতে চলেছে শহরবাসী। তবে যাদের বাড়িতে গিয়ে পরিষেবা পৌঁছে দেওয়া হবে তাঁদের থেকে একটা সামান্য টাকা সার্ভিস চার্জ (Service Charge) নেবে কলকাতা পুরসভা।

বুধবার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সাফ জানিয়েছেন, ট‌্যাক্স থেকে শুরু করে অ‌্যাসেসমেন্ট নানাবিধ কাজের জন্য মানুষকে কলকাতা পুরসভায় যোগাযোগ করতে হয়। কিন্তু সবসময় বয়স্ক মানুষদের পক্ষে পুরসভায় আসা সম্ভব হয়ে ওঠে না। আর এই সমস্ত সমস্যা সমাধানের জন্যই আগেভাগে শহরবাসীর অভাব অভিযোগের কথা শুনতে টক টু মেয়র (Talk to Mayor) চালু করেছেন মেয়র। কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যার কারণেই কলকাতার সব মানুষের অভাব অভিযোগের কথা শোনা সম্ভব হয় না মেয়রের পক্ষে। আর সেকারণেই বাধ‌্য হয়েই অনেকে দালালের শরণাপন্ন হন। আর তার থেকে পাকাপাকিভাবে মুক্তির জন্য মিউটেশন, অ্যাসেসমেন্ট সহ বিভিন্ন কাজের জন্য আধিকারিক নিয়োগ করছে পুরসভা। পুরসভার তরফে সাফ জানানো হয়েছে, এবার ত্থেকে প্রতিটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে যাবেন আধিকারিকরা। খতিয়ে দেখবেন সমস্ত নথি।

শুধু তাই নয়, এবার কলকাতা পুরসভার ‘ওয়েভার স্কিম’ও (Weaver Scheme) বন্ধ হতে চলেছে বলে খবর। এই স্কিমের ফলে বহু মানুষ কর ফাঁকি দিচ্ছিল বলে অভিযোগ উঠছিল। আর তার ফলে পুরসভার রাজস্বে টান পড়ছিল। বুধবার ফিরহাদ হাকিম জানান, কলকাতা পুরসভার ওয়েভার স্কিম ব্যর্থ। এই স্কিমের মাধ্যমে পুরসভার রাজস্ব খাতে যে পরিমাণ কর আসার কথা তা আসছিল না বরং, অনেকেই এই স্কিমের সুযোগ নিয়ে কর ফাঁকি দিচ্ছিলেন। যা ইতিমধ্যে বন্ধ করা প্রয়োজন। মেয়র সাফ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এই স্কিম। তারপরই তা বন্ধ হয়ে যাবে।

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version