Tuesday, November 4, 2025

মানুষের দুয়ারে এবার পৌঁছনোর সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। দুয়ারে সরকারের দেখানো পথেই এবার দুয়ারে পুরসভা (Duare Purasabha)। হ্যাঁ, বুধবার মেয়র পারিষদ বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বাড়ির মিউটেশন (Mutation) থেকে শুরু করে কোনও শিশুর জন্মের শংসাপত্র, কিংবা নাম পরিবর্তন সহ একাধিক কাজ এবার বাড়িতে বসেই করা যাবে। আগে এই সমস্ত কাজ সারতে গেলে কলকাতার মানুষকে বেশ একাধিক সমস্যার সম্মুখীন হতে হত। কিন্তু এবার সেই ঝঞ্ঝাট থেকে পাকাপাকিভাবে মুক্তি পেতে চলেছে শহরবাসী। তবে যাদের বাড়িতে গিয়ে পরিষেবা পৌঁছে দেওয়া হবে তাঁদের থেকে একটা সামান্য টাকা সার্ভিস চার্জ (Service Charge) নেবে কলকাতা পুরসভা।

বুধবার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সাফ জানিয়েছেন, ট‌্যাক্স থেকে শুরু করে অ‌্যাসেসমেন্ট নানাবিধ কাজের জন্য মানুষকে কলকাতা পুরসভায় যোগাযোগ করতে হয়। কিন্তু সবসময় বয়স্ক মানুষদের পক্ষে পুরসভায় আসা সম্ভব হয়ে ওঠে না। আর এই সমস্ত সমস্যা সমাধানের জন্যই আগেভাগে শহরবাসীর অভাব অভিযোগের কথা শুনতে টক টু মেয়র (Talk to Mayor) চালু করেছেন মেয়র। কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যার কারণেই কলকাতার সব মানুষের অভাব অভিযোগের কথা শোনা সম্ভব হয় না মেয়রের পক্ষে। আর সেকারণেই বাধ‌্য হয়েই অনেকে দালালের শরণাপন্ন হন। আর তার থেকে পাকাপাকিভাবে মুক্তির জন্য মিউটেশন, অ্যাসেসমেন্ট সহ বিভিন্ন কাজের জন্য আধিকারিক নিয়োগ করছে পুরসভা। পুরসভার তরফে সাফ জানানো হয়েছে, এবার ত্থেকে প্রতিটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে যাবেন আধিকারিকরা। খতিয়ে দেখবেন সমস্ত নথি।

শুধু তাই নয়, এবার কলকাতা পুরসভার ‘ওয়েভার স্কিম’ও (Weaver Scheme) বন্ধ হতে চলেছে বলে খবর। এই স্কিমের ফলে বহু মানুষ কর ফাঁকি দিচ্ছিল বলে অভিযোগ উঠছিল। আর তার ফলে পুরসভার রাজস্বে টান পড়ছিল। বুধবার ফিরহাদ হাকিম জানান, কলকাতা পুরসভার ওয়েভার স্কিম ব্যর্থ। এই স্কিমের মাধ্যমে পুরসভার রাজস্ব খাতে যে পরিমাণ কর আসার কথা তা আসছিল না বরং, অনেকেই এই স্কিমের সুযোগ নিয়ে কর ফাঁকি দিচ্ছিলেন। যা ইতিমধ্যে বন্ধ করা প্রয়োজন। মেয়র সাফ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এই স্কিম। তারপরই তা বন্ধ হয়ে যাবে।

 

 

 

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version