Thursday, August 21, 2025

খেলেননি একটিও প্ৰথম শ্রেণির ম্যাচ, নাইটদের হয়ে অভিষেক হতেই সুয়াসে মজে কলকাতা

Date:

এলেন, মাঠে নামলেন, মন জয় করলেন। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন কেকেআরের নতুন তুর্কি সুয়াস শর্মা। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয় সুয়াস শর্মার। ভেঙ্কটেশ আইয়রের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামেন। আর মাঠে নেমেই বল হাতে কামাল দেখান তিনি। নিলেন তিন উইকেট। বরুণ চক্রবর্তী, সুনীল নারীনদের সঙ্গে এই সুয়াস শর্মার বোলিং কুপোকাত হয়ে যায় আরসিবি। আর তারপর থেকেই প্রশ্ন জাগে কে এই সুয়াস শর্মা।

গত ডিসেম্বরেই মিনি নিলামে মাত্র ২০ লক্ষ টাকার বেস প্রাইসে কেকেআর কিনেছিল দিল্লির তরুণ অফস্পিনার সুয়াস শর্মাকে। দিল্লির হয়ে অনুর্ধ্ব-২৫ দলে খেললেও বৃহস্পতিবারের ম্যাচের আগে কোনও প্ৰথম শ্রেণির ম্যাচ, লিস্ট এ অথবা টি-২০ ক্রিকেটে কখনও খেলেননি তিনি। বয়স সবে উনিশ পেরিয়েছে। ২০০৩ সালের ১৫ মে দিল্লিতে জন্ম সুয়াসের।

বৃহস্পতিবার ওরকম পারফরম্যান্সের পর সুয়াসের প্রশংসায় মাতেন নাইট অধিনায়ক নীতীশ রানা। তিনি বলেন,”সুয়াস যে এই পিচে সফল হবে, জানতাম। আরসিবির টপ এবং মিডল অর্ডার ধসিয়ে দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। সুয়াস বিস্ময় স্পিনার নয়। তবে ও দলের এক্স ফ্যাক্টর। ওঁর আর্ম স্পিড মারাত্মক হাওয়ায় ওঁর বলের গতি কমে না। এটাই ব্যাটসম্যানদের কাছে বড় ধাঁধা। ওঁর একশনও সহজে পড়ে ফেলা মুশকিল। ওঁকে নিয়ে ব্যাটসম্যান সামান্য দ্বিধায় ভুগলেই সর্বনাশ। ও যত ম্যাচ খেলবে, ততই অভিজ্ঞতা সঞ্চয় করবে। এবং আরও উন্নতি করবে।”

আরও পড়ুন:আরসিবির বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং, ম‍্যাচের সেরা হয়ে কী বললেন শার্দুল?

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version