Thursday, November 13, 2025

বেআইনি নির্মাণ বন্ধে বিধাননগর পুরসভাকে ক*ড়া পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

Date:

বেআইনি নির্মাণ বন্ধে বিধাননগর পুরসভাকে কড়া পদক্ষেপ করার নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। ৩০ দিনের মধ্যে বেআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ করতে হবে বিধাননগর (Bidhannagar) পুরসভাকে। এই নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ১৫ মে মামলার (Case) পরবর্তী শুনানি। তার মধ্যেই এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

২০২০ সালে বিধাননগর পুরসভায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে সুমন দাস-সহ কয়েক জন হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন। অভিযোগ, ৩৯টি প্লটে ৩৩৩টি নির্মাণ নিয়ম মেনে করা হয়নি। এর প্রেক্ষিতে হাই কোর্ট নির্মাণের উপর নজর দিতে নির্দেশ দিয়েছিল পুরসভাকে। কিন্তু তা সত্ত্বেও সঠিক পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ মামলাকারীদের। পুরসভার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘‘বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে! প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত ছিল তাদের।’’ বেআইনি নির্মাণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছে আদালত। এই বিষয়ে এক মাসের মধ্যে পুরসভাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে আগামী দিনে বেআইনি নির্মাণ নিয়ে নজরদারিও করতে ভবিষ্যতে বেআইনি নির্মাণের উপর নজরদারি করতে একটি দল গঠন করতে হবে বিধাননগর পুরসভাকে। পুরসভা এলাকায় নিয়মিত নজরদারি চালাবে তারা। নির্মাণ সংক্রান্ত কোনও বেনিয়ম নজরে এলেই পুরসভাকে সচেতন করবে সেই দল।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version