Tuesday, August 26, 2025

বেআইনি নির্মাণ বন্ধে বিধাননগর পুরসভাকে ক*ড়া পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

Date:

বেআইনি নির্মাণ বন্ধে বিধাননগর পুরসভাকে কড়া পদক্ষেপ করার নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। ৩০ দিনের মধ্যে বেআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ করতে হবে বিধাননগর (Bidhannagar) পুরসভাকে। এই নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ১৫ মে মামলার (Case) পরবর্তী শুনানি। তার মধ্যেই এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

২০২০ সালে বিধাননগর পুরসভায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে সুমন দাস-সহ কয়েক জন হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন। অভিযোগ, ৩৯টি প্লটে ৩৩৩টি নির্মাণ নিয়ম মেনে করা হয়নি। এর প্রেক্ষিতে হাই কোর্ট নির্মাণের উপর নজর দিতে নির্দেশ দিয়েছিল পুরসভাকে। কিন্তু তা সত্ত্বেও সঠিক পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ মামলাকারীদের। পুরসভার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘‘বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে! প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত ছিল তাদের।’’ বেআইনি নির্মাণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছে আদালত। এই বিষয়ে এক মাসের মধ্যে পুরসভাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে আগামী দিনে বেআইনি নির্মাণ নিয়ে নজরদারিও করতে ভবিষ্যতে বেআইনি নির্মাণের উপর নজরদারি করতে একটি দল গঠন করতে হবে বিধাননগর পুরসভাকে। পুরসভা এলাকায় নিয়মিত নজরদারি চালাবে তারা। নির্মাণ সংক্রান্ত কোনও বেনিয়ম নজরে এলেই পুরসভাকে সচেতন করবে সেই দল।

 

Related articles

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...

পরকীয়ার পরিণতি,কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন!

কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক...
Exit mobile version