Tuesday, May 6, 2025

বেআইনি নির্মাণ বন্ধে বিধাননগর পুরসভাকে ক*ড়া পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

Date:

বেআইনি নির্মাণ বন্ধে বিধাননগর পুরসভাকে কড়া পদক্ষেপ করার নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। ৩০ দিনের মধ্যে বেআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ করতে হবে বিধাননগর (Bidhannagar) পুরসভাকে। এই নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ১৫ মে মামলার (Case) পরবর্তী শুনানি। তার মধ্যেই এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

২০২০ সালে বিধাননগর পুরসভায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে সুমন দাস-সহ কয়েক জন হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন। অভিযোগ, ৩৯টি প্লটে ৩৩৩টি নির্মাণ নিয়ম মেনে করা হয়নি। এর প্রেক্ষিতে হাই কোর্ট নির্মাণের উপর নজর দিতে নির্দেশ দিয়েছিল পুরসভাকে। কিন্তু তা সত্ত্বেও সঠিক পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ মামলাকারীদের। পুরসভার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘‘বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে! প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত ছিল তাদের।’’ বেআইনি নির্মাণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছে আদালত। এই বিষয়ে এক মাসের মধ্যে পুরসভাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে আগামী দিনে বেআইনি নির্মাণ নিয়ে নজরদারিও করতে ভবিষ্যতে বেআইনি নির্মাণের উপর নজরদারি করতে একটি দল গঠন করতে হবে বিধাননগর পুরসভাকে। পুরসভা এলাকায় নিয়মিত নজরদারি চালাবে তারা। নির্মাণ সংক্রান্ত কোনও বেনিয়ম নজরে এলেই পুরসভাকে সচেতন করবে সেই দল।

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version