Sunday, August 24, 2025

অসম (Assam) সফরের গিয়ে যুদ্ধ বিমানে চড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। শনিবার তেজপুরে (Tejpur) বায়ুসেনার ঘাঁটি থেকে সুখোই ৩০ (Sukhoi 30) এমকেআই যুদ্ধ বিমানে (MKI Fighter Jet) চড়েন তিনি। এদিন রাষ্ট্রপতির পরনে ছিল অ্যান্টি-গ্র্যাভেটি স্যুট। জানা গিয়েছে, ব্রহ্মপুত্র ও তেজপুর ভ্যালির উপর দিয়ে প্রায় ৩০ মিনিট আকাশেপথে সফর করেন তিনি। তারপর ফিরে আসেন বায়ুসেনার ঘাঁটিতেই। দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে এ ধরনের সফর করলেন দ্রৌপদী। এর আগে ২০০৯ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলও (Prativa Patil) সুখোই ৩০ বিমানে চড়েছিলেন। আর শনিবার সুখোই ৩০ যুদ্ধবিমানে সওয়ার হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালাম (APJ Abdul Kalam), রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) ও এই যুদ্ধবিমানে সফর করেছেন।

শনিবার সকালে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেজপুর এয়ার ফোর্স স্টেশনে পৌঁছান, যেখানে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন মহিলা ফাইটার পাইলটরাও। সামরিক বাহিনী, বিমান, নৌ ও সেনাবাহিনীর তিনটি শাখার সুপ্রিম কমান্ডার হওয়ায় রাষ্ট্রপতিকে সামরিক নীতি সম্পর্কেও অবহিত করা হয়। এরপরই সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি সুখোই-৩০ তে আরোহণ করেন এবং তাঁকে নিয়ে আকাশে উড়ে যায় বিশেষ এই যুদ্ধবিমান। সূত্রের খবর, বায়ুসেনার ১০৬ স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমারকে এদিন বিমানটি চালাতে দেখা যায়। বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই কিলোমিটার উপরে উড়তে থাকে ৩০ মিনিট ধরে। গতি ছিল প্রায় ৮০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এদিন তেজপুর ঘাঁটির পরিদর্শক খাতায় রাষ্ট্রপতি লেখেন, এমন উড়ানের ব্যবস্থা করার জন্য আমি তেজপুরের বিমান ঘাঁটির সমস্ত সেনাদের অভিনন্দন জানাই। পাশাপাশি এদিন সুখোই সফরের অভিজ্ঞতার কথা জানিয়ে টুইটারে রাষ্ট্রপতি লেখেন, ভারতীয় বায়ুসেনার শক্তিশালী সুখোই-৩০-এমকেআই যুদ্ধবিমানে ওড়া আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। এটা গর্বের বিষয় যে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা আজ জল, স্থল এবং অন্তরীক্ষে সুদৃঢ় ভাবে প্রসারিত।

উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৬ থেকে ৮ এপ্রিল অসম সফরে রয়েছেন। শনিবারই রাষ্ট্রপতি মুর্মুর অসম সফরের আজ শেষ দিন। আর শেষ দিনেই সুখোই ৩০ বিমানে চড়লেন রাষ্ট্রপতি। এর আগে ৭ এপ্রিল, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গজ উৎসব-২০২৩ উদ্বোধনের পাশাপাশি গুয়াহাটি হাইকোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেন।

 

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version