Sunday, November 2, 2025

মুসলিমদের বিরুদ্ধে গো-হ.ত্যার মিথ্যা মামলা! যোগীরাজ্যে হিন্দুমহাসভার চ.ক্রান্ত ফাঁস

Date:

নিরপরাধ মুসলিম সম্প্রদায়ের মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাতে বড়সড় চক্রান্ত হিন্দু মহাসভার(Hindu Mahasava)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh)। পুলিশি তদন্তে সম্প্রতি ঘটনার আসল সত্য প্রকাশ্যে আসার পর মুখ পড়েছে ওই হিন্দুত্ববাদী সংগঠনের। এহেন মিথ্যা মামলার ঘটনার মূল ষড়যন্ত্রকারী হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাঠ(Sanjay Jath)। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, গতমাসে উত্তরপ্রদেশের আগ্রায় মুসলিম সম্প্রদায়ের ৪ জনের বিরুদ্ধে গোহত্যার অভিযোগ আনে হিন্দু মহাসভা। স্বাভাবিকভাবেই ঘটনার তদন্তে নামে আগ্রা পুলিশ। তদন্তে নেমে জানা যায়, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে গো হত্যার কোনও প্রমাণ নেই। বরং ব্যক্তিগত শত্রুতা মেটাতে পরিকল্পিত ষড়যন্ত্র করে হিন্দুমহাসভার শীর্ষ নেতা। মিথ্যা অভিযোগের জেরে ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আরও ৭ জনের খোঁজে চলছে তল্লাশি। তাৎপর্যপূর্ণভাবে অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাঠ সহ চারজন সদস্যও এই চক্রান্তের শরিক।

পুলিশ সূত্রে খবর, রাম নবমীর ঠিক আগে মহাসভার এক নেতা পুলিশের কাছে অভিযোগ জানান রিজওয়ান নামে এক ব্যক্তি ও তাঁর ৩ সন্তান গৌতম নগরে একটি গরু কেটেছে। এবং গো মাংস বিক্রির চেষ্টা করছে। সংগঠনের কয়েকজন ওই এলাকায় গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় ইউপি প্রিভেনশন অফ কাউ স্লটার অ্যাক্টে অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হয় মামলা। ঘটনার তদন্তে ওই এলাকায় পাওয়া যায় গোমাংসও। কিন্তু ওই এলাকার সিসিটিভি ফুটেছ পরীক্ষা করতে দেখা যায়। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ঘটনার সময়ে তারা সেখানে ছিলই না। পুলিশ বুঝতে পারে পরিকল্পিতভাবে গোহত্যা করে নিরীহ লোকেদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এরপরই তদন্তে নেমে ৬ এপ্রিল আগ্রা পুলিশ দুজনকে গ্রেফতার করে। যারা হলেন মরান কুরেশি ওরফে ঠাকুর আর শানু ওরফে ইল্লি। গোটা ঘটনায় যুক্ত রয়েছে আরও ৭ জন।

আগ্রার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আর কে সিং জানিয়েছেন, গোটা ঘটনায় যুক্ত রয়েছে হিন্দু মহাসভার চারজন সদস্যও। এদের মধ্যে মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট এই মামলার প্রধান অভিযুক্ত। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

Related articles

দমদমে গণধর্ষণ কাণ্ডে পুলিশের তৎপরতা, গ্রেফতার তিন অভিযুক্ত

দমদমে নাবালিকাকে গণধর্ষণের (Dumdum Gangrape case) ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে নজির গড়ল রাজ্য পুলিশ। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার...

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...
Exit mobile version