Thursday, August 21, 2025

বয়স হচ্ছে, এবার যাওয়ার পালা: ফিরহাদের মন্তব্যে রাজ্য রাজনীতিতে জল্পনা

Date:

পার্কিং ফি(Parking Fee) নিয়ে সাম্প্রতিক ঘটনাবলির মাঝে এবার মেয়র ফিরহাদ হাকিমের(Firhad Hakim) গলায় শোনা গেল অভিমানের সুর। তিনি জানালেন, “২৫ বছর ধরে মানুষের কাজ করছি। বয়স হচ্ছে, এবার যাওয়ার পালা।” বলার অপেক্ষা রাখে না মমতা ঘনিষ্ঠ এই রাজনীতিবিদের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে জলঘোলা হতে শুরু করেছে। অনেকেই দাবি করছেন পার্কিং ফি নিয়ে সাম্প্রতিক ঘটনাবলীতে কিছুটা হলেও ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী যার জেরেই এহেন মন্তব্য। যদিও তাঁর মন্তব্যে কোনওরকম বিতর্ক দেখতে রাজি নয় তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের(Kunal Ghosh) দাবি এতে “বিতর্ক কোথায়? গোটাটাই জীবনদর্শন”।

রবিবার চেতলায় এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আজকে ২৫ বছর আমি এখানকার কাউন্সিলর। ২৫ বছর আপনাদের সেবা করেছি। নিশ্চিতভাবে বয়স হয়েছে। একটু আগে শ্মশান থেকে আমার এক দাদাকে দেখে এলাম। হয়ত কিছুদিনের মধ্যে আমারও সেই সময় এসে যাবে। কিন্তু মানুষ আসবে, মানুষ যাবে। সমাজ থাকবে, উন্নয়ন থেকে যাবে। নতুন প্রজন্ম সমাজের মাথা হবে। উন্নয়ন করবে। তাঁদের মধ্যে দিয়েই আবার এই চেতলায় একটা ববি হাকিম আসবে।” তাঁর এই মন্তব্যের পর নিন্দুকদের দাবি, দলের প্রতি অভিমান থেকেই এহেন মন্তব্য করছেন ফিরহাদ। কারণ পার্কিং ফি নিয়ে বিতর্কের বিষয়টি একেবারেই ভালো চোখে দেখছেন না ফিরহাদ।

তবে এই বিষয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলেছেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “এখানে কোনও বিতর্ক দেখতে পাচ্ছি না। একটা ছোট্ট ইস্যু ছিল। চ্যাপ্টার ক্লোজড। ববিদা সিনিয়র নেতা। তাঁর ঘনিষ্ঠ কেউ মারা গিয়েছিলেন। সেই কারণে একটা জীবন দর্শনের কথা বলেছেন। তার সঙ্গে চলতি কোনও ইস্যু দেখতে পাচ্ছি না।”

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...
Exit mobile version