Monday, August 25, 2025

বৈশাখ আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগে থেকেই গরমের আমেজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাঙালি । আর গ্রীষ্মকাল মানেই আমের সিজন (Mango Season), তবে দামের কথা ভেবে আগে থেকেই পকেট সামলাচ্ছে মধ্যবিত্ত। আসলে অসামান্য স্বাদের জন্য দেশজোড়া খ্যাতি পাওয়া আলফানসো (Alphonso Mango) আম যে সস্তায় মেলে না সেটা আর নতুন কিছু নয়। কিন্তু এই আম এবার ইএমআই- এর সুবিধা ব্যবহার করে পেতে পারেন আপনি।

এতদিন পর্যন্ত ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রেই EMI সুবিধা পেতে অভ্যস্ত ছিল বাঙালি। তবে এবার সাধের আমের স্বাদ পেতে কিস্তিতেই বাজিমাত করতে পারবেন আপনি। তারই সুযোগ দিচ্ছেন গৌরব সানাস (Gaurav Sanas) নামে পুণের এক ব্যবসায়ী। মূলত মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরিতে আলফানসোর চাষ হয়। যেহেতু এই আমের উৎপাদন খুব কম, তাই একদিকে যেমন দাম চড়া, তেমনই যোগানও সব সময় থাকেনা। বাজারে আলফানসোর পেটির দিকে তাকিয়ে ঢোঁক গিলতে হয় বটে। আলফানসোর দাম বাজারে ৮০০ থেকে ১৩০০ টাকা অবধি পর্যন্ত হয়। তাই স্বাভাবিক ভাবেই সেটা মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে যায় বেশিরভাগ সময়। গৌরব অবশ্য সারা দেশের মানুষ যেন এই আমের স্বাদ পেতে পারেন সেই লক্ষ্যে EMI-এর মাধ্যমে ফল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। ইএমআইয়ে যেভাবে কেউ মোবাইল ফোন কিংবা অন্য কিছু কেনেন, ঠিক সেভাবেই কিনতে পারবেন আমও।তবে এই সুবিধা পেতে গেলে ক্রেডিট কার্ড থাকতে হবে আপনার । এরপরই ক্রয়মূল্য ৩, ৬ বা ১২ মাসের কিস্তিতে ভাগ হয়ে যাবে। তবে কমপক্ষে ৫ হাজার টাকার আলফানসো আম কিনলে তবে মিলবে এই EMI সুবিধা। ফলের ব্যবসার সঙ্গে যুক্ত সনস অব গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রোডাক্টসের এই পদক্ষেপ যে ভবিষ্যতে বাকিরাও অনুসরণ করতে চলেছেন তা নিয়ে আশাবাদী গৌরব।

 

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...
Exit mobile version