Tuesday, November 11, 2025

ফের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। ক্লাব ফুটবলে গড়লেন অনন্য রেকর্ড। ছাপিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। শনিবার রাতে লিগ ওয়ানে খেলতে নেমে নাইসেকে ২-০ গোলে হারায় পিএসজি। পিএসজির হয়ে গোল দুটি করেন লিওনেল মেসি এবং রামোস। আর শনিবার গোল করতেই রেকর্ড গড়েন লিও। এখনও পযর্ন্ত ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে সব থেকে বেশি গোলের মালিক হলেন মেসি। এতদিন এই রেকর্ড ছিল শুধু রোনাল্ডোর দখলে। শুধু তাই নয়, ইউরোপীয় ক্লাব ফুটবলে সবথেকে বেশি গোলের অবদানও মেসির দখলে।

ইউরোপীয় ক্লাব ফুটবলে এখনও পযর্ন্ত মেসির গোলের সংখ্যা ৭০২। রোনাল্ডোর রয়েছে গোল ৭০১। শুধু ৭০২ গোল করা নয়, পাশাপাশি ২৯৮টি গোল করিয়েছেন মেসি। সেই হিসাবে ইউরোপীয় ক্লাব ফুটবলে ১০০০ গোলে অবদানের মাইলফলকে পৌঁছে গিয়েছেন আর্জেন্তাইন তারকা। শনিবার রাতে নাইসের বিরুদ্ধে ১টি গোল করার পাশাপাশি ১টি গোল করিয়েছেন লিও। তাঁর পায়েই নাইসকে ২-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে পিএসজি। ম্যাচের ২৬ মিনিটে গোল করেন মেসি। লেফট ব্যাক নুনো মেন্ডেসের ক্রস থেকে গোলটি করেন তিনি। ৭৬ মিনিটে গোলের অ্যাসিস্ট দেন মেসি। তাঁর ক্রস থেকেই গোল করে যান অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস।

পিএসজির হয়ে খেলতে নেমে এই কৃতিত্ব অর্জন করলেও, মেসির পিএসজিতে থাকা নিয়ে জল্পনা চলছে। পিএসজির সঙ্গে জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। ক্লাবের নতুন চুক্তিতে এখনও সই করেননি তিনি। সূত্রের খবর, ৩০ শতাংশ বেতন কমিয়ে পিএসজি সই করাতে চাইছে লিওকে। যদিও এই প্রস্তাবে রাজি নন মেসি। মেসিকে পেতে ঝাঁপিয়েছে তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনাও।

আরও পড়ুন:চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেই ৬১, ম‍্যাচ শেষে মনের কথা জানালেন রাহানে

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version