Thursday, August 21, 2025

বিদ্যুৎ সাশ্রয়ে ‘নজিরবিহীন’ পদক্ষেপ! সরকারি অফিসে বদলাচ্ছে কাজের সময়সীমা

Date:

বিদ্যুতের (Electric) খরচ আকাশছোঁয়া। আর সেকারণেই এবার বড় সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার (Punjab Government)। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ওই রাজ্যের সরকারি অফিসগুলিতে কাজের সময়সীমা বদল করা হচ্ছে। ফলে সকাল ১০ টা থেকে ৫টা অবধি অফিসের দিন শেষ। ইতিমধ্যে নতুন সময়সীমা চালুর কথা সরকারি তরফে জানানো হয়েছে। শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Maan) টুইট করে এই সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। আগামী ২ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং আগামী ১৫ জুলাই পর্যন্ত তা চলবে বলে জানা গিয়েছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে ভারতে অফিসের সময়সূচি পরিবর্তন এই প্রথম।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আগামী তিন মাসের জন্য অর্থাৎ গ্রীষ্মকালে সরকারি কাজকর্মের নতুন সময় সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টো অবধি। ওই সময়ের মধ্যেই সরকারি অফিসগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কর্মচারীদের ওই নির্দিষ্ট সময় হাজিরা দিতে হবে। তবে শুধু সরকারি কর্মীদেরই নয়, সাধারণ মানুষদেরও সরকারি পরিষেবার পেতে গেলে নতুন সময়সূচি অনুসরণ করতে হবে। আর পাঞ্জাব সরকারের এমন সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ কিছুটা সাশ্রয় হবে তা হয়তো ঠিক কিন্তু নয়া সিদ্ধান্তের ফলে বেশ বিপাকেই পড়েছেন সরকারি কর্মীরা। ইতিমধ্যে সরকারি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

বিশেষ করে গ্রীষ্মকালেই (Summer) সরকারি অফিসের সময়ে এই বদল আনা হচ্ছে। গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বছরের অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলক বেশি থাকে। তবে নতুন সময়সূচির কারণে বিদ্যুৎ খরচের চাপ কিছুটা কমবে বলেই আশাবাদী সরকার। পাঞ্জাবের বিদ্যুৎ দফতর সূত্রে খবর, গ্রীষ্মকালে দুপুর দেড়টার পর থেকেই বিদ্যুৎ খরচের মাত্রা বাড়তে শুরু করে। আর সেই বিষয়টি মাথায় রেখেই যদি সরকারি অফিসগুলি দুপুর ২টোর মধ্যে বন্ধ হয়ে যায়, তাহলে আগামী দিনে বিদ্যুতের সাশ্রয় অনেকটাই কমবে এবং তুলনামূলকভাবে কমবে খরচও।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version