Tuesday, August 26, 2025

বিরোধীরা শুধুই ভাষণে, কামারহাটি সমবায় ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের

Date:

ভাষণবাজিতেই সক্রিয় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। ফের একবার তা প্রমাণিত হল কামারহাটি পুরসভার(Kamarhati Municipalty) সমবায় নির্বাচনে। শুক্রবার নির্বাচন(Election) সম্পন্ন হয়েছিল কামারহাটি পুরসভার এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন। শনিবার এই নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা গেল বিরোধীদের শূন্য করে তৃণমূল(TMC) সমর্থিত প্যানেলের ১২ জন প্রাথীই জয়লাভ করেছেন। তবে নির্বাচনে হারের পর চেনা সুরে শাসকদলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরকর্মচারীদের নিয়ন্ত্রণের রাশ কার হাতে থাকবে তা এই সমবায়ের ভোটেই অনেকটাই নির্ভর করে। প্রায় ৫০০ জন পুরসভার কর্মী ভোটার এই নির্বাচনে ভোট দেন। ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শাসক এবং বিরোধী দল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের ফলাফল প্রকাশের পর এদিন শাসকদলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলেছে সিপিএম এবং কংগ্রেস। কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় বলেন, এই কো-অপারেটিভ ফান্ডে প্রায় পাঁচ কোটি টাকা আছে। সেই টাকা লুঠ করার জন্যই পরিকল্পনা করে যাঁরা ভোট দিতে এসেছেন, তাঁদের ভয় দেখানো হয়। ভোটের নামে প্রহসন করা হয়। পাশাপাশি ভোটের দিন মানস মুখোপাধ্যায়কে হেনস্থা করারও অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে।

যদিও সিপিএমের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, “সমবায়ের নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী বলে কিছু হয় না। সবাই পুরসভার কর্মী। মারধর এবং ভোট লুঠের অভিযোগ মিথ্যা। মানস মুখোপাধ্যায় পুরকর্মী নন। তাই তিনি ভিতরে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা বাধা দিয়েছেন।”

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version