Wednesday, December 17, 2025

চাকরি দেওয়ার নামে ৫কোটি টাকা আত্মসাৎ, গ্রেফ*তার কাঁথির স্কুল শিক্ষক!

Date:

চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কাঁথির এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল কলকাতা উচ্চ আদালতে। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। জেলার চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত শিক্ষক দীপক জানাকে গ্রেফতার করে কাঁথি শহর থেকে।

ধৃত দীপক জানার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ জমা পড়ছিল কাঁথি থানা ও কলকাতা উচ্চ আদালতে। যদিও এর আগে সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছিলেন দীপক জানা ও তাঁর পরিবার।
জানা গিয়েছে, ভূপতিনগর থানার মূলদা গ্রামে বাড়ি হলেও দীর্ঘদিন ধরে কাঁথি শহরে ১৭ নম্বর ওয়ার্ডের করকুলি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। ইংরেজি বিষয়ের শিক্ষক দীপক জানার বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযোগ, ২০১৭ সাল থেকে শুধু পূর্ব মেদিনীপুর নয়, বিভিন্ন জেলা থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন কাঁথির দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া জগন্নাথ মন্দির বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক।
গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাথমিকের চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিলেন তিনি। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

 

Related articles

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...
Exit mobile version