Thursday, August 21, 2025

চৈত্রের শেষ সপ্তাহে কাঠফাটা রোদ্দুরে নাজেহাল বঙ্গবাসী। পয়লা বৈশাখের আগেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। চাঁদিফাটা রোদ আর তাপপ্রবাহের মধ্যেই বর্ষবরণ করতে হবে রজ্যবাসীকে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আরও পড়ুন:একইদিনে দু’বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল, রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা অধ্যক্ষদের
হাওয়া অফিসের খবর অনুযায়ী রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে। বাংলার বেশ কয়েকটি জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কিংবা তারও বেশি বাড়তে পারে বলে পূর্বাভাস। চলতি সপ্তাহে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আপাতত কালবোইশাখী বা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।দক্ষিণবঙ্গে দু-একটি জেলায় খুব সামান্য বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি না থাকায় পশ্চিমাঞ্চলের জেলাগুলির মতো শুকনো গরম হাওয়া বইতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। গাঙ্গেয় উপকূল সংলগ্ন জেলাগুলিতে চলতি সপ্তাহে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। এই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কম। পারদ ঊর্ধ্বমুখী হবে ক্রমশ। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।এই পরিস্থিতিতে যতটা সম্ভব বাড়ি থেকে না বেরোনোরই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নিতান্তই বেরোতে হলে ঢিলেঢালা সুতির পোশাক পরা, ছাতা ও সানগ্লাস ব্যবহার করা, এবং সঙ্গে জল রাখা ভাল বলে জানাচ্ছেন তাঁরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version