Thursday, August 21, 2025

২৪ এর নির্বাচনের আগে পেগাসাসের মতোই আড়িপাতার সফটওয়্যার কিনছে কেন্দ্র! দাবি কংগ্রেসের

Date:

এবার আর ইজরায়েলি স্প্যাইওয়ার বা পেগাসাস নয়! ২৪ এর লোকসভা নির্বাচন আসার ঠিক আগেই পেগাসাসের মতোই একটি গোপনে আড়িপাতা সফটওয়্যার কিনতে চলেছে কেন্দ্র। সোমবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনল কংগ্রেস। এমনকি ৯৮৬ কোটি টাকা খরচ করে পেগাসাসের মতোই ‘কগনিট’ নামের একটি স্পাইওয়্যার কিনতে চলেছে মোদি সরকার বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন:আফগানিস্তানে ফের তা*লিবানি ফ*তোয়া, মহিলাদের প্রবেশ নি*ষিদ্ধ রেস্তোরাঁয়

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, “পেগাসাসকাণ্ডের পর সরকার প্রযুক্তি ব্যবহার করে বিরোধী, সাংবাদিক, বিচার বিভাগ, নাগরিক এবং এমনকী নিজের মন্ত্রীদের উপরও গুপ্তচরবৃত্তি চালাতে চাইছে।তাই নয়া স্পাইওয়্যার খুঁজছে তারা।” এরপরই কেন্দ্রকে ভর্ৎসনা করে তিনি বলেন, “আমি বুঝতে পারি বিরোধীদের ঘৃণা করে শাসকরা, কিন্তু নিজের সরকারের মন্ত্রীদের উপরেও নজরদারি চালাচ্ছে এরা!”সংবিধান কিংবা সংবাদমাধ্যমকে এই দেশের গুপ্তচরেরা বিশ্বাস করে না।তাই সাধারণ মানুষের কষ্টের উপার্জনের কোটি কোটি টাকা খরচ করে ইজরায়েলের স্পাইওয়্যার টেকনোলজি কিনতে চলেছে।”তিনি (নরেন্দ্র মোদি) এটা করছেন একমাত্র তাঁর গদি বাঁচাতে। কারণ তাঁর আশঙ্কা মিথ্যের প্রাসাদ প্রকৃত সত্যের সামনে ভেঙে পড়তে পারে।”

প্রসঙ্গত, ২০২২-এর এপ্রিল মাসে পেগাসাস রিপোর্ট প্রকাশ্যে আসার পর উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশের রাজনীতি। পেগাসাস বিতর্কে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। অভিযোগ ওঠে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর-সহ বিরোধী শিবিরের তাবড় রাজনীতিক, বিশিষ্ট সমাজকর্মী, আইনজীবী, সাংবাদিকদের ফোনে আড়িপাতা হয়। আদালত পর্যন্ত গড়ায় সেই মামলা। সরাসরি অভিযোগ খারিজ না করে, সংসদে জাতীয় নিরাপত্তার দোহাই দেওয়া হয়।  ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের একই অভিযোগ উঠল।

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version