Saturday, May 3, 2025

গোমূ*ত্র মানুষের জন্য মারা*ত্মক ক্ষ*তিকর, স্পষ্ট জানালেন গবেষকরা!

Date:

স্বঘোষিত ‘গোরক্ষক’রা গোমূত্র নিয়ে রাজনীতি করার ফন্দি করলেও ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের (Indian Veterinary Research Institute) গবেষকরা যা জানালেন তাতে কার্যত মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না উগ্র হিন্দুত্ববাদীর দল। গোমূত্র নিয়ে গবেষণা চালিয়ে বারেলির ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ ডিপার্টমেন্ট- এর (Indian Council for Agricultural Research Department)গবেষকরা একটি রিপোর্ট পেশ করেছে। যেখানে বলা হয়েছে গোমূত্র (Cow Urine) মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ এতে একাধিক ক্ষতিকর ব্যাকটেরিয়া (Harmful bacteria) থাকে যা কঠিন অসুখ সৃষ্টি করে।

গরুকে নিয়ে স্বঘোষিত আয়ুর্বেদ চিকিৎসকরা বলেছিলেন গোমূত্র পান করলে কঠিন অসুখ সেরে যায়। এমনকি হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলা উগ্র হিন্দুত্ববাদী দলের লোকেদের এই নিয়ে বাড়াবাড়ি কিছু কম নয়। গত জানুয়ারিতে গুজরাটের এক আদালতের বিচারকও বলেন, গোরক্ষা জরুরি। আইভিআরআই (IVRI) সূত্রে জানা গিয়েছে গোমূত্র কখনই মানুষের পান করার উপযুক্ত নয়। গবেষকরা বলছেন, গোমূত্রে এসচেরিচিয়া কোলি নামের একটি ব্যাকটেরিয়া অতিসক্রিয় মাত্রায় থাকে । এর ফলে পাকস্থলির কঠিন অসুখ হতে পারে। শুধু গরু নয় মহিষের মূত্রের নমুনা নিয়েও পরীক্ষা চলে। মূলত গোমূত্র নিয়ে গবেষণা করে বারেলির ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ। এই টিমের নেতৃত্ব দেন আইভিআরআইয়ের পশু ও প্রাণী বিশেষজ্ঞ ভোজ রাজ সিং , সঙ্গে ছিলেন তিন পিএইচডি পড়ুয়া। খুব স্বাভাবিক ভাবেই তাঁদের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর মুখ পুড়ল স্বঘোষিত গোরক্ষকদের।

 

Related articles

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...
Exit mobile version