Monday, May 5, 2025

একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ হওয়ার ক্ষেত্রে এগিয়ে কলকাতা-চেন্নাই : রিপোর্ট

Date:

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। আর ভারত-পাকিস্তান ম‍্যাচ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে কলকাতার ইডেন গার্ডেন্স, চেন্নাই-এর চিদম্বরম। এমনটা জানাল সর্বভারতীয় এক সংবাদসংস্থা। তাদের খবর অনুযায়ী, ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে দল পাঠাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তি না থাকলেও, শহর নিয়ে পছন্দ-অপছন্দ ব‍্যাপার রয়েছে তাদের। আর সেক্ষেত্রে পিসিবির পছন্দের শহরে মধ‍্যে রয়েছে কলকাতা এবং চেন্নাই। ভারতের ১২টি শহরে হবে এক দিনের বিশ্বকাপের ম্যাচগুলি। আর সূত্রের খবর, সব শহরে দল পাঠাতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। লিগ পর্বের ম্যাচগুলির জন্য পিসিবি কর্তারা আইসিসির কাছে তাঁদের পছন্দের কথা জানিয়েছেন। জানা যাচ্ছে, লিগ পর্বের ম‍্যাচ খেলতে কলকাতা এবং চেন্নাইয়ের কথা বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর,এশিয়া কাপ আয়োজন এবং একদিনের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে আইসিসির কর্তাদের সঙ্গে বেশ কিছু দিন ধরে আলোচনা চালাচ্ছেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি।

এদিন এই নিয়ে আইসিসির এক কর্তা বলেন,”ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারত সরকার পছন্দ করার সুযোগ দেবে কি না জানা নেই। সুযোগ থাকলে ভারতের দু’টি শহরে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচগুলি খেলতে চায় পাকিস্তান। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কলকাতা এবং চেন্নাইয়ে খেলতে তারা সব থেকে স্বচ্ছন্দ বলে জানিয়েছে।” সূত্রের খবর, এই দুই শহরকে বেছে নেওয়ার কারণ হিসাবে পিসিবি কর্তাদের দাবি এই দু’শহরের আতিথেয়তায় সব থেকে খুশি পাকিস্তানের ক্রিকেটাররা। তবে নক আউট পর্বের ম্যাচের কেন্দ্র নিয়ে অবশ্য পাকিস্তানের ক্রিকেট কর্তারা কোনও পছন্দের কথা জানাননি।

পাকিস্তানে এশিয়া খেলতে ভারতের না যাওয়ার কথা ইতিমধ্যে জানিয়েছে বিসিসিআই। তারপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয় ভারত এশিয়া কাপ খেলতে না গেলে ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান। তবে এরপরই খবর ছড়ায় বিশ্বকাপের ম্যাচগুলি বাংলাদেশের মাটিতে খেলতে চায় পাকিস্তান। তবে সেই দাবি খারিজ করে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। নাজম শেঠি জানিয়েছিলেন, এমন কোনও অনুরোধ তাঁরা করেননি আইসিসিকে।

আরও পড়ুন:রিঙ্কুর ইনিংসে মজে প*র্ন অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা

 

Related articles

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট...

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...
Exit mobile version