Friday, May 9, 2025

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে শাসক দলের বিরুদ্ধে যখন সরব হয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি ঠিক সেই সময় প্রিভেন্টিভ ডিটেনশন(preventive detention act) নিয়ে বড় রায় দিল দেশের শীর্ষ আদালত। আদালতে তরফে জানানো হয়েছে, এই আইন ঔপনিবেশিকতার প্রতীক যারা রাষ্ট্রের হাতে তুলে দিতে পারে অসীম ক্ষমতা।

মঙ্গলবার শীর্ষ আদালত(Supreme Court) তার রায়ে জানিয়েছে, প্রিভেন্টিভ ডিটেনশন আইন আসলে ঔপনিবেশিকতার প্রতীক। এই আইন রাষ্ট্রের হাতে অসীম ক্ষমতা তুলে দিতে পারে। যা সরকারকে অপরিসীম ক্ষমতা দিতে পারে। ফলে এই ধরনের আইন ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা জরুরি। সব আইনি পদ্ধতি খতিয়ে দেখে তবে এই আইনে গ্রেফতারিতে সম্মতি দেওয়া উচিত। যদি কোন ক্ষেত্রে মনে হয় প্রশাসন কাউকে গ্রেফতার বা আটকের আগে সব আইনি পদ্ধতি সঠিকভাবে পালন করেনি সে ক্ষেত্রে অবশ্যই গ্রেফতার হওয়া ব্যক্তির জামিনের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া উচিত। কারণ ব্যক্তি স্বাধীনতা রক্ষার গুরুদায়িত্ব আদালতের উপরেই ব্যস্ত।

উল্লেখ্য, কারো বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকলেও রাষ্ট্রশক্তি চাইলে প্রিভেন্টিভ ডিটেনশন আইন বা আগাম গ্রেপ্তারি আইন ব্যবহার করে অভিযুক্তকে গ্রেফতার করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই আইনের অপব্যবহার করছে সরকার। এখানে পরিস্থিতির মাঝে আদালতের এই রায় কিছুটা হলেও আশার আলো বিরোধীদের জন্য।

Related articles

সেনার প্রত্যাঘাতে সিপিএমের উপহাস! সবক শেখাল তৃণমূল

পহেলগাঁওয়ের বদলায় পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর সেই সাফল্য নিয়ে উপহাস করে সিপিএম। তারই পাল্টা...

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি! এসটিএফ-এর জালে ২ যুবক

পেহেলগাম জঙ্গি হামলার জেরে গোটা দেশে ব্যাপক সতর্কতা জারি। রাজ্যেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী...

অপারেশন ‘সিন্দুর’- এর সেনাদের সম্মান জানাতে কর্ণাটকে মসজিদ-মন্দিরে একযোগে প্রার্থনা

পেহেলগাম হামলার পাল্টা জবাবে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' সারা দেশ জুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে। ভারতীয় সেনাদের সাহসিকতায় দেশবাসীর...

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) হাতে নৃশংসভাবে খুন হন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ২০০২ সালের সেই ঘটনায়...
Exit mobile version