Friday, August 22, 2025

বিজেপি সরকার দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে ব্যস্ত। আর সেই সরকারের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী মুসলিমদের প্রশংসা করছেন? রাজনীতির অলিন্দে ইতিমধ্যেই চড়েছে বিতর্কের পারদ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union FM Nirmala Sitharaman) সোমবার ওয়াশিংটন ডিসিতে পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে (Peterson Institute for International Economics in Washington DC) একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতে নাকি ভাল আছেন মুসলিম সম্প্রদায়ের (Muslim Community) মানুষেরা। মোদি সরকারের রাজত্বকালে ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিংসার অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে উত্তর দিতে গিয়েই নির্মলা (Nirmala Sitharaman) জানান যে পাকিস্তানের থেকে ভারতে ভাল আছেন মুসলিমরা। বিজেপি সরকারের (BJP Government) আমলে ‘নেতিবাচক পশ্চিমি ধারণা’ সম্পর্কে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন দেশের অর্থমন্ত্রী।

আমেরিকায় গিয়ে পশ্চিমের দেশের চোখ খুলতেই কি মুসলিমদের নিয়ে এমনই মন্তব্য করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? পাকিস্তানের এককালের ‘বেস্ট ফ্রেন্ড’ আমেরিকায় গিয়ে বাণিজ্যিক ক্ষেত্রে ভারত বিরোধী মনোভাবকে মুছে ফেলার চেষ্টা করলেন নির্মলা, বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। নির্মলা বলেন, “পাকিস্তানের সঙ্গেই গড়ে উঠেছে ভারত। ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। সেই জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। যদি মনে করা হয়, দেশে মুসলিমদের থাকা কঠিন হয়ে যাচ্ছে, তাহলে সংখ্যা বাড়ত না।” এছাড়া মুসলিমদের ফেলোশিপ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এখানেই শেষ নয় , পশ্চিমা বিশ্বকে আমন্ত্রণ জানিয়ে নির্মলা বলেন, “ভারতে কী হচ্ছে, তা নিজে চোখে দেখে যান। যারা কখনও ভারতে যাননি, তাঁদের কথা বিশ্বাস করার থেকে নিজের চোখকে বিশ্বাস করা ভালো।”

এবছর ভারত জি-২০ আয়োজক। এই আবহে জি-২০-র অন্তর্গত বিভিন্ন দেশের প্রতিনিধি ভারতে আসছেন গুরুত্বপূর্ণ সব বৈঠকে অংশ নিতে। এবারের জি-২০-র বৈঠক হতে চলেছে কাশ্মীরেও। আর ভূস্বর্গকে নিয়ে বারবার ভারতকে অপদস্ত করার চেষ্টা করেছে পাকিস্তান। মার্কিন মুলুকে সেই পাক দাবি নস্যাৎ করে ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করল বলেও মন্ত্রীর কথায় মনে করা হচ্ছে।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version