Thursday, August 28, 2025

মিড ডে মিল নিয়ে কেন্দ্রের রিপোর্ট পূর্ব পরিকল্পিত! বিজেপির ‘কুৎসাপত্র’ কটাক্ষ কুণালের

Date:

বুধবারই স্কুলের মিড ডে মিলে(Mid Day meal) বাংলায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রের কাছে। এই ঘটনাকে পুরোপুরি পূর্ব পরিকল্পিত ও বাংলাকে বদনামের চেষ্টা বলে অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল সাফ জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সমস্তটাই বিজেপির পূর্ব পরিকল্পিত। যৌথ কমিটির নামে রাজ্যের প্রতিনিধিদের মতামত না নিয়েই এমন কুৎসা ও অপ্রপ্রচারের চেষ্টা করছে বিজেপি (BJP)। অন্যদিকে এদিনই সাংবাদিক বৈঠক করে রাজ্যকে মিড মিল ইস্যুতে বিস্তর দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। একাধিক অভিযোগ সামনে এনে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আনা হয়। আর সেই ইস্যুতেই এবার বিজেপির মিথ্যাচারের আসল চেহারা সাংবাদিকদের সামনে তথ্য দিয়ে তুলে ধরলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

যদিও আগেভাগেই ‘যৌথ কমিটি’ নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য। রাজ্য জানতে চেয়েছিল রাজ্যের সঙ্গে কোনওরকম আলাপআলোচনা না করে এই যৌথ টিম তৈরির মানে কী? আর সেখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে এটা পূর্ব পরিক্লপিত এবং বাংলাকে বদনাম ও অপ্রপ্রচারের চেষ্টা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই এই বিষয়টির কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি পরে আরও সবিস্তারে জানাবেন। কিন্তু কুণাল এদিন বারবার অভিযোগ করেন, এটা বিজেপির কার্যালয়ে বসে লিখে দেওয়া ‘কুৎসাপত্র’ ছাড়া আর কিছুই নয়।

পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিড ডে মিল ইস্যুতে রাজ্যের দিকে আঙুল তোলায় কড়া জবাব দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি পরিষ্কার জানিয়ে দেন, শুভেন্দুর সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নেই। আর সেকারণেই শুভেন্দু ‘শকুনের রাজনীতিতে’ মেতে উঠেছেন। এরপরই কুণালের অভিযোগ, এই রিপোর্ট বিজেপির পার্টি অফিস থেকেই লিখে দেওয়া হয়েছে। এর সঙ্গে বাস্তবের কোনরকম সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এই ধরনের রিপোর্ট তৈরিতে কেন্দ্র এবং রাজ্য, দুই পক্ষের প্রতিনিধিই যুক্ত থাকেন। কিন্তু বাংলার মিড ডে মিল নিয়ে একপেশে রিপোর্ট তৈরি করা হয়েছে। রাজ্যের প্রতিনিধিকে যুক্তই করা হয়নি রিপোর্ট তৈরিতে।

আরও পড়ুন- কর্নাটকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, ১৮৯ আসনে ৫২ নতুন মুখ

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version