Friday, December 5, 2025

সব দফতরের কাজের খতিয়ান নিতে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দিন ঘোষণা না হলেও দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। এই পরিস্থিতে রাজ্যের সব দফতরের কাজকর্ম ও উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৬ এপ্রিল নবান্নে (Nabanna) বৈঠক হবে। সেখানে রাজ্যের সব পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে উপস্থিত থাকতে বলা হয়েছে। থাকবেন সচিব এবং যুগ্ম সচিবরাও। ১৯ এপ্রিলের মধ্যে দফতর সংক্রান্ত নির্দিষ্ট তথ্য ই-মেলে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সব দফতরকে। কোন কোন তথ্য পাঠাতে হবে, লিখিতভাবে তাও জানিয়ে দেওয়া হয়েছে।

২০২২-২৩ অর্থিক বছরে বিভিন্ন দফতরের জন্য কত অর্থ বরাদ্দ হয়, তার মধ্যে কতটা উন্নয়নের কাজে ব্যয় করা হয়েছে, কোন প্রকল্পে কত টাকা খরচ হয়েছে- তা জানাতে হবে। যে সমস্ত প্রকল্প শেষ হয়ে গিয়েছে তার ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ জমা দিতে হবে। কোন কোন প্রকল্প অর্থ বরাদ্দ হওয়ার পরেও শেষ করা যায়নি, কী কারণে শেষ করা যায়নি- তাও জানাতে হবে। এই রিপোর্ট পাঠাবেন দফতরের প্রধান সচিবরা।

আরও পড়ুন- দুয়ারে সরকার শিবিরে জমা পড়া সব আবেদনের দ্রুত নিষ্পত্তির নির্দেশ মুখ্যসচিবের

মুখ্যমন্ত্রী এই বৈঠক ডাকার পর সব দফতরেই এখন তুমুল ব্যস্ততা। নবান্ন সূত্রে খবর, সব দফতরের রিপোর্ট জমা পড়ার পর তা এক সপ্তাহ ধরে পর্যালোচনা করবে মুখ্যমন্ত্রীর দফতর। ২৬ এপ্রিলের বৈঠকে সব তরফে ব্যাখ্যা শুনবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

মে মাসেই হতে পারে রাজ্যের পঞ্চায়েত ভোট। তার আগে মুখ্যমন্ত্রী সব দফতরের পরিস্থিতি বুঝে নিতে চান। কোথাও কোনও খামতি থাকলে, তা দ্রুত কী ভাবে মেরামত করা যায়- সেই বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা।

 

 

spot_img

Related articles

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...