Monday, August 25, 2025

CSK vs RR: চেন্নাই এক্সপ্রেসকে থামিয়ে দিল সঞ্জু স্যামসনের রাজস্থান

Date:

RR 175/8 (20)
CSK 172/6 (20)
Rajasthan Royals won by 3 runs

ঘরের মাঠে সঞ্জু স্যামসনদের কাছে হারতে হল ইয়োলো ব্রিগেডকে। এদিকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে বৃহস্পতিবার ২০০তম ম্যাচ খেললেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে যা রেকর্ড। সিএসকের হয়ে এটা তাঁর ১৫তম মরশুম। আর ধোনির এই রেকর্ডের দিনেই হারতে হল চেন্নাই সুপার কিংসকে। ৩ রানে ম্যাচে জিতে নিল রাজস্থান রয়্যালস।

এদিনের ম্যাচে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক। ব্যাট হাতে এদিনও আগুন ঝরান দুরন্ত ফর্মে থাকা যশ বাটলার। শুরুতে জয়সওয়াল ফিরলেও নিজের খেলা চালিয়ে যান বাটলার। ৩৬ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেন বাটলার। যোগ্য সঙ্গ দেন পাডিক্কল। তবে রবীন্দ্র জাদেজার বলে খানিকটা খেলায় ফেরে চেন্নাই। মাত্র ২১ রান দিয়ে দুই উইকেট তুলে নেন তিনি। শেষের দিকে অবশ্য শিমরন হেটমায়ারের ৩০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১৭৫-এ পৌঁছে যায় রাজস্থান।

১৭৬ রানের লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই আউট হয়ে যান ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ৮ রান করেন তিনি। তারপর অজিঙ্ক রাহানে এদিন মাত্র ৩১ রান করেন। রানের গতি একেবারে আটকে দেন রাজস্থানের চার স্পিনার। স্পিনারদের দাপটে দ্রুক মাঠ ছাড়েন মইন আলি, আম্বাতি রায়াডুরা। পরপর পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। তবে খেলাটা কিছুটা ধরে রেখেছিলেন কনওয়ে। তবে হাফসেঞ্চুরি হাঁকিয়েই আউট হয়ে যান তিনি। শেষে খেলাটা ধরে টেনে তোলার চেষ্টা করেন ক্যাপ্টেন কুল ধোনি। পরপর ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ৩২ রান করেন তিনি। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হারতে হল ধোনির চেন্নাইকে।

আরও পড়ুন- Summer Holiday: তীব্র দাবদাহ, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলের গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version