ইন্টারন্যাশনাল এডুকেশন স্পেশালিস্ট এর উদ্যোগে কলকাতা রাজডাঙ্গা টেবিল টেনিস একাডেমিতে আয়োজিত হল বেঙ্গল স্কুল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৩। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশীষ মৌলিক , প্রাক্তন ইন্ডিয়ান ন্যাশনাল গোলকিপার দেবাশীষ মুখার্জী , গৌতম বাবু ও বিশিষ্টরা।

বেঙ্গল স্কুল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ (BSTTC) হল স্পোর্টস কানেক্টের একটি উদ্যোগ , যা নগরের সবাইকে টেবিল টেনিস খেলার জন্য উৎসাহিত করে। এবং এটি থেকে যাতে ক্যারিয়ার তৈরি করা যায় সেই বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।স্পোর্ট কানেক্টকে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে সংস্থা আনন্দিত। পরিচালন দলে স্পোর্টস মিডিয়া এবং বিপণন কর্মী, ইভেন্ট ম্যানেজার এবং সুবিধা ব্যবস্থাপক রয়েছেন যাদের এই বিষয়ে সমৃদ্ধ অভিজ্ঞতা এবং খ্যাতি রয়েছে।
কোম্পানির লক্ষ্য হল বিভিন্ন স্কুল থেকে নতুন প্রতিভা চিহ্নিত করে খেলাধুলায় উৎসাহিত করা ।
