Tuesday, August 26, 2025

সুরাট আদালতের (Surat Court) রায়ের জেরে নিজের সাংসদ পদ হারাতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Congress Leader Rahul Gandhi)। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস(Congress) শিবিরের কাছে নিঃসন্দেহে এটা ছিল এক বড় ধাক্কা। যদিও হাত সমর্থকরা এর মধ্যে বিজেপির (BJP) রাজনৈতিক অভিসন্ধির যোগসূত্র খুঁজে পেয়েছেন। আর প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। মোদি উপাধি মানহানির মামলায় সুরাট আদালতে রাহুল গান্ধীর আবেদনের শুনানি করছেন যে বিচারক , তিনি আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) প্রাক্তন আইনজীবী। বিচারক রবিন পল মোগেরার (Judge Robin Paul Mogera) এই পরিচয় নিয়ে এবার রাজনৈতিক মহলে বাড়ছে আলোচনা।

২০০৬ সালে তুলসীরাম প্রজাপতি জাল এনকাউন্টার মামলায় (Tulsiram Prajapati fake encounter case) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আইনজীবী ছিলেন রবিন পল মোগেরা (Robin Paul Mogera)। তিনি আবার রাহুল গান্ধীর মামলার বিচারক। সোনিয়া পুত্র ২০১৯ সালের মানহানির মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়া এবং দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করেছেন। বৃহস্পতিবার বিচারক মোগেরা বিশেষভাবে গান্ধীর দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশের আবেদন শুনেছেন বলেই আদালত সূত্রে খবর। আগামী ২০ এপ্রিল এই বিষয়ে রায় ঘোষণা করা হবে বলে বিচারক জানান।

প্রসঙ্গত, আর পি মোগেরা আজ থেকে পাঁচ বছর আগে ২০১৮ সালের জানুয়ারিতে বিচারক হিসেবে নিযুক্ত হন। ২০০৬ সালে তিনি আইনজীবী হিসাবে জাল এনকাউন্টার মামলায় শাহকে রক্ষা করেছিলেন যা জাতীয় দৃষ্টি আকর্ষণ করেছিল। শাহ তখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। বিচারক মোগেরা ২০১৪ পর্যন্ত অমিত শাহ এর প্রতিনিধিত্ব করেছিলেন বলে জানা যায় । তখন মুম্বইয়ের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো আদালতে জাল এনকাউন্টার মামলার শুনানি চলেছিল। সেইসময় শাহকে আদালতের শুনানিতে শারীরিকভাবে উপস্থিত হওয়া থেকে যাতে অব্যাহতি দেওয়া যায় সেই নিয়েও সওয়াল করেন মোগেরা।

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version