Thursday, May 15, 2025

চলতি আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি। চারটির মধ‍্যে চারটিতেই হার দিল্লি ক‍্যাপিটালসের। আর এই সময় দলকে চাঙ্গা করতে দলের পাশে ঋষভ পন্থ। এর আগে চলতি আইপিএল-এ প্রথম ঘরের মাঠে দলকে সমর্থন করতে ম‍্যাচে এসেছিলেন দিল্লি অধিনায়ক। আর এবার দলের মানসিক দিক চাঙ্গা করতে অনুশীলন হাজির পন্থ। সেই ছবি পোস্ট করে দিল্লি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কারনে গুরুতর আহত হন পন্থ। হয়েছে অস্ত্রোপচারও। এখন কিছুটা সুস্থ তিনি। চলছে রিহ‍্যাবও। এখনও ঠিক ভাবে হাঁটাচলা করতে পারেন না পন্থ। আগের ম্যাচে তাঁকে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে। আর এদিনও তিনি হাজির হয়েছিলেন ক্রাচ নিয়ে।

জানা যাচ্ছে, দলকে মানসিক দিক থেকে চাঙ্গা করতে দিল্লি অনুশীলনে আসেন পন্থ। বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে তিনি কথা বলেন অক্ষর প‍্যাটেলের সঙ্গে। দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে তাঁকে আড্ডা মারতে দেখা গিয়েছে তাঁকে।

এদিন দলের অনুশীলনে পন্থ বলেন,” এখন কিছুটা ভালো আছি। আস্তে আস্তে রিকোভারির দিকে এগাচ্ছি। দলের দিকে মন পরে রয়েছে, তাই অনুশীলনে চলে এসেছি। আশা করছি খুব তাড়াতাড়ি জয়ে ফিরবে দল।”

এদিকে পরপর চার ম‍্যাচ হেরে দলের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “হার সব সময় আঘাত দেয়। ২০১৯ সাল থেকে দিল্লি যে ভাবে খেলেছে তাতে এই হার আরও ধাক্কা দিচ্ছে। কিন্তু খেলায় এই সব ঘটতেই পারে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। সেই কারণে একটি ভাল দল তৈরি হতে একটু সময় লাগছে। আমরা আশাবাদী যে বেঙ্গালুরুর উইকেটে ছন্দ ফিরে পাবে দলের ক্রিকেটাররা। প্রত্যাবর্তনের পথ নিজেদেরই খুঁজে বার করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললে সব সম্ভব। ”

আরও পড়ুন:ম‍্যাচ জিতেও স্বস্তিতে নেই হার্দিক, হল জরিমানা


 

 

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version