Sunday, November 9, 2025

দক্ষিণ দমদম পুরসভায় বৈঠকে গরহাজির ১৭ কাউন্সিলরকে শোকজ তৃণমূলের

Date:

দক্ষিণ দমদম পুরসভায় মোট ৩৫টি ওয়ার্ড। তার মধ্যে একজন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। দু’জন কাউন্সিলর তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন। তাই ৩২ জন দলীয় কাউন্সিলরকে বৈঠকে ডেকেছিল জেলা নেতৃত্ব। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই বৈঠকে ১৭ জন কাউন্সিলর গরহাজির থাকেন।

এই ঘটনার পরই তাঁদের শোকজ করা হয়েছে। এমনকী আগামী এক সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে চলে আসায় দলের অস্বস্তি বেড়েছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক, সাংসদ থাকার পরও এমন ঘটনায় জল্পনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ডাকা হয়েছিল ওই বৈঠক। তাপসবাবু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমকল মন্ত্রী সুজিত বসু, যুবনেতা দেবরাজ চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বাণীব্রত চক্রবর্তী–সহ অন্যান্যরা।
অন্যদিকে এদের মধ্যে দু’‌জন কাউন্সিলরকে শোকজ করা হচ্ছে না।কারণ, অনুপস্থিত এই ১৭ কাউন্সিলারের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত। আর একজন মহিলা কাউন্সিলরের সদ্য সন্তান হওয়ায় তিনি আসতে পারেননি। তবে এই বৈঠকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন কস্তুরী চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত–সহ পুরসভার অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই এই শোকজের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।

আগাম সময় দিয়ে বৈঠক ডাকা হলেও কাউন্সিলরদের গরহাজির নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাই অনুপস্থিত কাউন্সিলরদের কারণ জানাতে বলা হয়েছে।
দমদমের বিধায়ক ব্রাত্য বসু বলেছেন, কাউন্সিলররা না এসে অন্যায় করেছেন। বিধাননগরের বিধায়ক সুজিত বসুর বক্তব্য, কাউন্সিলরদের কিছু বলার থাকলে সেটা মিটিংয়ে এসে বলাই উচিত ছিল। পুরপ্রধান কস্তুরী চৌধুরী বলেন, ‘আমরা সব ওয়ার্ডে কাজের সমবণ্টন করি। কাজের খতিয়ান বিস্তারিতভাবে তুলে ধরা হয় প্রতিটি বৈঠকে। কাজের ক্ষেত্রে কারও সঙ্গে বৈষম্য করা হয় না।’

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version