Monday, August 25, 2025

বাংলা সহ ১৩ আঞ্চলিক ভাষায় হবে CAPF পরীক্ষা, বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

অবশেষে প্রবল চাপের মুখে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে রাজি হল কেন্দ্রের বিজেপি সরকার। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফের বিবৃতি দিয়ে জানানো হয়েছে এবার থেকে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র পুলিশের (CAPF) পরীক্ষা দেওয়া যাবে বাংলাসহ ১৩ টি আঞ্চলিক ভাষাতে।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সশস্ত্র বাহিনীতে নিজ নিজ এলাকায় স্থানীয়দের যোগদান বাড়াতে এই ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নিয়েছেন। এত দিন পর্যন্ত শুধু হিন্দি এবং ইংরাজি ভাষাতেই কেন্দ্রের পুলিশ নিয়োগের পরীক্ষা হত। ফলে অহিন্দিভাষীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তেন। কারণ সবার পক্ষে ইংরাজিতে পরীক্ষা দেওয়ায় সম্ভব হত না। এই সমস্যা মেটাতে দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আর্জি জানিয়ে আসছিল স্বেচ্ছাসেবী সংগঠন গুলির পাশাপাশি আঞ্চলিক বিরোধী দলগুলি। সম্প্রতি এই ইস্যুতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই পরীক্ষা স্থানীয় ভাষায় নেওয়ার দাবিতে চিঠি লিখেছিলেন। সব মিলিয়ে চাপ বাড়ছিল স্বরাষ্ট্রমন্ত্রকের উপর। অবশেষে স্থানীয়দের দাবি মেনে নিলেন শাহ।

কেন্দ্রীয় বিবৃতিতে জানানো হয়েছে হিন্দি ও ইংরেজি ছাড়া যে ১৩ টি ভাষায় কেন্দ্রীয় কনস্টেবল নিয়োগের এই পরীক্ষা দেওয়া যাবে সেগুলি হল, বাংলা, অসমীয়া, গুজরাটি, মারাঠি, মালয়ালম, কন্নড়, তামিল, তেলেগু, ওড়িয়া, উর্দু, পঞ্জাবী, মণিপুরী এবং কোঙ্কনি।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version