Friday, November 7, 2025

নববর্ষের প্রথমদিনই ম্যারাথন অভিযান সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো গোপাল দলপতির (Gopal Dalapati) পটাশপুরে বাড়িতে তল্লাশি চলানোর পরে এবার তাঁর দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Hoimanti Ganguli) ফ্ল্যাটে তল্লাশি সিবিআইয়ের। হরিদেবপুরে ওই ফ্ল্যাটেই (Flat) গোপালের সঙ্গে থাকতেন হৈমন্তী। তবে বেশ কয়েক মাস ধরে ফ্ল্যাটটি বন্ধ।

শুক্রবার থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত বলে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার বিকেলে হৈমন্তীর কলকাতার ফ্ল্যাটে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার আগে সকালে পূর্ব মেদিনীপুরে গোপাল দলপতির বাড়িতেও গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh) প্রথম ‘রহস্যময়ী নারী’ বলে উল্লেখ করেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় বলে এক মহিলাকে। এও জানান, যে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী। যদিও গোপালের দাবি, হৈমন্তীর সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই। তবে, হৈমন্তীর বেহালার ফ্ল্যাটের বাইরে বেশ কিছু নথি পাওয়া যায়। তাতে চাকরিপ্রার্থীদের নাম এবং রোল নম্বর লেখা ছিল বলে অভিযোগ। ২০১৪ সালের তিন টেট প্রার্থীর রোল নম্বর তালিকার তিনটি সংখ্যার সঙ্গে হুবহু মিলে গিয়েছিল। বেহালার ওই ফ্ল্যাটে গোপাল এবং হৈমন্তী একসময় একসঙ্গে থাকতেন। পরে গোপাল চলে যান। হৈমন্তী সেখানে একাই থাকতেন। বর্তমানে ফ্ল্যাটটি বন্ধ অবস্থায় ছিল। সেখানেই বিকেল থেকে তল্লাশি চালাচ্ছে CBI।

আরও পড়ুন:জন রাজভবন: পয়েলা বৈশাখের সকাল থেকেই জমজমাট কর্মসূচি

 

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version