Thursday, August 28, 2025

শুভ নববর্ষ: বাংলায় শুভেচ্ছা, রাজ্যপালের ভাষণে “জয় পশ্চিমবঙ্গ”! ‘জন রাজভবন’ কর্মসূচিতে বিতর্ক

Date:

সরস্বতী পুজোর সন্ধেয় বাংলায় হাতেখড়ি হয়েছিল। আর বাংলা নববর্ষে বাঙালি লুকে বাংলায় শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ২৬ জানুয়ারির সেই সন্ধেয় তাঁর ভাষণে ছিল “জয় বাংলা” ধ্বনি। তাই নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা কম হয়নি! তারপরে কেটে গিয়েছে দুমাস। এবার আনন্দ বোসের গলায়, “জয় পশ্চিমবঙ্গ”।

বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হল রাজভবনের (Rajbhaban) দরজা। কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারেননি বলে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। জন রাজভবন কর্মসূচিতে হেরিটেজ ওয়ার্কে অংশ নিতে পয়লা বৈশাখের দিন দূর দূরান্ত থেকে অনেকেই সপরিবারে ভিড় করেছিলেন রাজভবনের দরজায়। এদিন সকাল সাড়ে ১০টা থেকে রাজভবনের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু পুলিশ কাউকেই ভেতরে ঢুকতে দেয়নি। যদিও ভিড় করা মানুষদের মধ্যে অনেকেরই দাবি তাঁরা রাজভবনের ওয়েবসাইট থেকে হেরিটেজ ওয়াকের জন্য নাম নথিভুক্ত করেছেন। কর্তব্যরত পুলিশকর্মীদের সেই সংক্রান্ত কনফার্মেশন এসএমএস দেখান অনেকে। কিন্তু পুলিশ মানতে চায়নি। তবে হেরিটেজ ওয়াক কর্মসূচি হয়েছে।

রাজভবনের তরফে জানানো হয়েছে, সেখানে যাঁরা হেঁটেছেন তাঁরা সকলেই আমন্ত্রিত। আগামী একমাস এই হেরিটেজ ওয়াক সম্পূর্ণ আমন্ত্রণমূলকই থাকবে। এর পরে সাধারণ মানুষ রাজভবন ভ্রমণের জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন। প্রথমে বিনামূল্যে এবং পরে সামান্য কিছু অর্থের বিনিময়ে রাজভবনে প্রবেশাধিকার মিলবে। প্রশ্ন উঠছে সাধারণ মানুষই যদি প্রবেশ অধিকার না পান তবে জন রাজভবন কর্মসূচির অর্থ কী? কেনই বা নববর্ষের দিন থেকে সাধারণ মানুষ রাজভবনে ঢুকতে পারবেন বলে প্রচার করে হেনস্থা করা হল! সঙ্গতভাবেই এই প্রশ্নের কোনও জবাব নেই রাজভবন কর্তৃপক্ষের কাছে।

তবে, রাজ্যপাল তাঁর বাংলা ভাষণে বলেন, “শুভ নববর্ষ। আমি বাংলাকে ভালোবাসি, বাংলার মানুষকে ভালোবাসি।” ভাষণে রবীন্দ্রনাথ থেকে নেতাজি স্বামী বিবেকানন্দ কে শ্রদ্ধা জানান আনন্দ বোস। সত্যজিৎ রায়কে সম্মান জানান। “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞাণ যেথায় মুক্ত।” এরপরেই রাজ্যপাল বলেন, “জয় পশ্চিমবঙ্গ। জয় হিন্দ।” তাঁর হাতেখড়ির দিন “জয় বাংলা” বলায় বিতর্ক হওয়াতেই এবার “জয় পশ্চিমবঙ্গ”! মত বিভিন্ন মহলের।

আরও পড়ুন- পূর্ব ভারতে প্রথম ক্যাড পদ্ধতিতে অলঙ্কার প্রশিক্ষণ কেন্দ্র ডোমজুড়ে

 

 

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version