Friday, August 29, 2025

আজ নববর্ষ। বাঙালির নতুন বছর। আজকের দিনে রীতি মেনে বারপুজোর ম‍াধ‍্যমে ফুটবলের আগামী মুরশুমের সূচনা করে কলকাতার ছোট থেকে বড় ক্লাব। এবারেও তার অন্যথা হয়নি। ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও ময়দানের বাকি ক্লাবগুলোতেও আয়োজন করা হয়েছিল বারপুজোর। রীতি মেনে হল এদিন ময়দানের ঐতিহ্যবাহী বারপুজো।

বারপুজোর দিন সকালে মোহনবাগানে নব নির্মিত চুনী গোস্বামী গেটের উদ্বোধন করেন সুনীল গাভাস্কর। গেট উদ্বোধন হওয়ার পরই শুরু হয় মোহনবাগানের বারপুজো। প্রতিবারের মতন এবারও বাগান তাঁবুতে বারপুজো জমজমাট। এদিন বাগানের বারপুজোতে উপস্থিত ছিলেন যুবদলের ফুটবলার।

ময়দানের ঐতিহ্যবাহী বারপুজো নিয়ে সচিব দেবাশিস দত্ত বলেন, “বরাবরই মোহনবাগানে বারপুজো জমজমাট করে হয়ে থাকে। এবার গেট উদ্বোধন হওয়ায় আরও বেশি করে যেন চাঁদের হাট। বারপুজোর মাধ্যমে নতুন মরশুমের প্রস্তুতি শুরু। লক্ষ্য আগামী মরশুমে ভালো পারফর্ম করা।”

রীতি মেনে বারপুজো হল ইস্টবেঙ্গলেও। এদিন লাল হলুদ তাঁবুতে বারপুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।  ছিলেন প্রাক্তন খেলোয়াড়রাও। এছাড়াও ছিলেন ইস্টবেঙ্গল এফসি’র ফাউডেশন লীগের কোচ ও ফুটবলাররা। বারপুজোতে ক্লাবে এসেছিলেন ইমামি কর্তারাও। বেশ কিছুক্ষণ ক্লাবে সময় কাটান তাঁরা।

চলতি মরশুমে একেবারেই হতাশাজনক পারফরম্যান্স ইস্টবেঙ্গলের। সেকারণে আগামী মরশুমে বদল হচ্ছে কোচ থেকে একাধিক ফুটবলার। আগামী মরশুমে কোচ হিসাবে শোনা যাচ্ছে সার্জিও লোবেরার নাম। তবে এরই মাঝে শোনা যায় ওড়িশা এফসিতে প্রায় পাঁকা লোবেরা। এই নিয়ে এদিন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন,”মৌখিক কথাবার্তা এগিয়েছে। লোবেরার ক্লাবের অনুমতি এখনও হয়নি। সেই অনুমতির অপেক্ষায় আমরা আছি। সেই অনুমতি পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আর যদি তার ক্লাব থেকে অনুমতি না পাওয়া যায় তা হলে অন‍্যটা ভাবব। তবে আমরা লোবেরার অপেক্ষায় রয়েছি। কোচের সম্মতি পাওয়াটা সবচেয়ে বেশি দরকার।”

আরও পড়ুন:পয়লা বৈশাখে মোহনবাগানের চুনী গোস্বামী গেট উদ্বোধন গাভাস্করের, ক্লাবে এসে আপ্লুত ভারতের প্রাক্তন ক্রিকেটার

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version