Thursday, August 28, 2025

বিধায়ক দেবাশিস কুমারের উদ্যোগে রং তুলিতে বিশ্ব শিল্পকলা দিবস উদযাপন!

Date:

নতুন বছরের প্রথম দিনে সৃষ্টিশীল ভাবনায় ব্যস্ত দেশপ্রিয় পার্ক হেরিটেজ ক্লাব (Deshpriya Park Heritage Club)। রাসবিহারী (Rashbihari) বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের (Debasish Kumar) উদ্যোগে রঙিন হল ক্যানভাস। রং তুলি আর সৃষ্টির ভাবনাকে সঙ্গে নিয়ে উদযাপিত হল বিশ্ব শিল্পকলা দিবস (World Art Day) ।

অশান্ত পৃথিবীতে শান্তির বাতাবরণ তৈরি করতে পারে শিল্পীর সৃষ্টি ভাবনা। সাদা ক্যানভাসে রঙের ছোঁয়া যে কী অসম্ভব সুন্দর ম্যাজিক তৈরি করতে পারে, সেটা বোধহয় এদিন দেশপ্রিয় পার্ক হেরিটেজ ক্লাবের অনুষ্ঠানে না পৌঁছলে চাক্ষুষ উপলব্ধি করা যেত না। প্রখ্যাত চিত্র শিল্পী যোগেন চৌধুরী (Jogen Chaudhary) ও সমীর আইচ নিজের হাতে রং তুলি নিয়ে ক্যানভাসে চিত্রাঙ্কন করলেন। ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা। সবুজায়নের লক্ষ্যে উপস্থিত অতিথিদের একটি করে গাছ উপহার দেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা তথা বিধায়ক দেবাশিস কুমার।

এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে শিল্পী সমীর আইচ জানান যে একদিকে আজকে বাঙালিদের শুভ নববর্ষ পালন আর অন্যদিকে শিল্পীরা আজকের দিনটিকে বিশ্ব শিল্পকলা দিবস হিসাবে উদযাপন করছেন। এ যেন সত্যি সত্যি এক সুন্দর আগামীর বার্তা দিয়ে যায়। এদিন দেশপ্রিয় পার্কে মিছিল করে আসেন শিল্পকলা প্রেমীরা। দেবাশিস কুমার জানান, শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির জন্মদিনের কথা মাথায় রেখে এবং পাশাপাশি স্বাধীনতার ৭৫ বছরের পূর্তি উৎসবকে বিশ্ব শিল্পকলা দিবসে এক ছাদের তলায় নিয়ে আসা হয়েছে। কৃষিমন্ত্রী জানান শিল্পী সত্তা ছোটবেলা থেকেই লুকিয়ে থাকে। অন্যান্য সময় খুব একটা সম্ভব না হলেও এদিনের অনুষ্ঠানে হাতে তুলে নিয়ে বসে পড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়ও। নববর্ষের সকাল থেকে জমজমাট রং তুলির ক্যানভাস।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version