Monday, August 25, 2025

নিয়োগ দুর্নী*তিতে ফের চাঞ্চ*ল্যকর তথ্য, জেলায় জেলায় এজেন্ট নিয়োগ করেছিল জীবন!

Date:

নিয়োগ দুর্নীতিতে ফের চাঞ্চল্যকর তথ্য।সিবিআইয়ের দাবি, প্রাইমারি – আপার প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে যুক্ত মুর্শিদাবাদের  বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিভিন্ন জেলায় এজেন্ট রয়েছে। বর্ধমান, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় এজেন্টদের খোঁজ পেয়েছে সিবিআই। সেই এজেন্টেদের তলব করবে তদন্তকারী সংস্থা। কারণ এই জীবন কৃষ্ণের বাড়ি থেকে ক্যান্ডিডেট লিস্ট সহ কার থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার হিসেব নথি পাওয়া গিয়েছে, বলে দাবি সিবিআইয়ের।

নিয়োগ দুর্নীতি মামলায়  প্রায় ৫ ব্যাগ নথি বিধায়কের বাড়ির পাঁচিলের পাশে থেকে উদ্ধার। ফলে এই বিধায়ক নিয়োগ দুর্নীতিতে ওতপ্রতভাবে  যুক্ত বলে দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জীবনের একটি মোবাইল পুকুর থেকে উদ্ধার হয়েছে। সেটি হায়দরাবাদে সেন্ট্রাল ফরেনসিক টিমের কাছে পাঠানো হবে ডেটা উদ্ধারের জন্য। তবে দীর্ঘক্ষণ জলে থাকার পর মোবাইলের কোনও ডেটা আদৌ উদ্ধার করা সম্ভব কিনা, তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে সিবিআই।

প্রসঙ্গত, বিধায়কের বাড়ি শুক্রবার থেকে টানা ম্যারাথন তল্লাশি করছে সিবিআই। তাঁর শ্বশুর বাড়ি, তাঁর পৈতৃক বাড়িতেও সিবিআই তল্লাশি করেছে। সিবিআইয়ের দাবি , পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। তাই সিবিআইয়ের তদন্তকারীরা সেই রেকমেন্ডেশন লিস্টের বিষয়ে, পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করছেন।
সিবিআই রঘুনাথগঞ্জে জীবনের শ্বশুর নিতাই সাহার বাড়িতেও তল্লাশি করে। সিবিআই জানতে চাইছে এজেন্ট হিসেবে কত টাকা তুলেছেন নিতাই সাহা? কত জন ক্যান্ডিডেট থেকে টাকা নিয়ে বেআইনি ভাবে চাকরি হয়েছে?

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version