Sunday, November 2, 2025

সন্দেহের জেরে শা.স্তি! জন্মদিনের পার্টিতে ম.র্মান্তিক পরিণতি প্রেমিকার

Date:

জন্মদিনের (Birthday) দিনই মর্মান্তিক পরিণতি। গত মঙ্গলবারই প্রেমিকার জন্মদিন ছিল। তবে কাজের চাপে ওই দিন আর জন্মদিন উদযাপন করা সম্ভব হয়নি। তাই, শুক্রবার অর্থাৎ ১৪ এপ্রিল, সারা দিন ধরে প্রেমিকার জন্য পার্টির আয়োজন করে প্রেমিক। ওইদিন রাতেই নিজের হাতে জন্মদিনের কেক কেটেছিলেন প্রেমিকা। এর ঠিক কয়েক মিনিট পরই, সেই কেক কাটার ছুরি দিয়েই প্রেমিকার গলা চিড়ে দেয় প্রেমিক। তারপর সেই ছুরি দিয়েই প্রেমিকাকে হত্যা করে সে। এমন অভিযোগে প্রশান্ত নামে বেঙ্গালুরুর (Bengaluru) এক ২৬ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতা যুবতীর নাম নব্যা (Navya)। সে পুলিশ বিভাগের ইন্টারনাল সিকিওরিটি বিভিশনে কাজ করত। প্রশান্ত তাঁর দূর সম্পর্কের আত্মীয় ছিল। গত ছয় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু, সম্প্রতি অন্য এক ব্যক্তির সঙ্গে নব্যার সম্পর্ক তৈর হয়েছে বলে সন্দেহ করত প্রশান্ত (Prashant)। আর সেই সন্দেহের জেরেই এই হত্যা। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর লাগেরে অঞ্চলে প্রশান্তর অ্যাপার্টমেন্টে। সেখানেই নব্যাকে তাঁর ২৪ বছরের জন্মদিন উদযাপন করার জন্য ডেকেছিল প্রশান্ত। তারা দুজনেই আদতে কর্নাটকের কণকপুরের বাসিন্দা। তবে গত কয়েক বছর ধরে কাজের সূত্রে দুজনেই বেঙ্গালুরুতে থাকত। ১১ এপ্রিল জন্মদিন ছিল নব্যার। তবে ব্যস্ততার চাপে ওই দিন তাঁর জন্মদিন পালন করা যায়নি। তাই শুক্রবার বড় করে আয়োজন করেছিল প্রশান্ত। গোটা দিন দুজনে একসঙ্গে কাটিয়েছিল। নব্যার জন্য একটি কেকও আনিয়েছিল প্রশান্ত। রাতে কেকটি কাটে নব্যা।

আর তারপরই নেমে আসে চরম শাস্তি। পুলিশি জেরায় প্রশান্ত জানিয়েছে, কেক কাটার পর এক ব্যক্তির সঙ্গে সমানে মেসেজে কথা বলে যাচ্ছিল নব্যা। তাতেই রাগের মাথায় সে ছুরি দিয়ে নব্যার গলা চিড়ে দেয়। তারপর, নব্যার মৃত্যু নিশ্চিত করতে ছুরিটি দিয়ে তাঁকে বেশ কয়েকবার কোপও মারে। এদিকে ঘটনার খবর পেয়েই প্রশান্তকে গ্রেফতার করে পুলিশ। রাজাগোপালনগর থানায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে। নব্যার দেহ ময়না তদন্তের(Post Mortem) জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

Related articles

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...

হ্যালোইন পার্টিতে ফ্রেমবন্দি রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান

বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই...
Exit mobile version